কাবার পথে মুরব্বীর সাথে

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:০৬:০৪ রাত



আস্সালামু আলাইকুম।

দীর্ঘদিনের অনুপস্থিতির পর এই ব্লগ পাড়ায় হাজির হলাম একটি আনন্দের খবর নিয়ে। খবরটা হলো উমরাহ পালনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারী রওনা হচ্ছি কাবার পথে।

উমরাহ বা হজ্জের উদ্দেশ্যে এই পর্যন্ত যতবার সফর করেছি, ততবার আমি ছিলাম সাথীদের মুরব্বী বা মুরব্বীদের অন্যতম। বিধায় আমাকে অনেক দায়দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু এইবার ব্যতিক্রম। এইবারের উমরাহ পালনে যার সফর সঙ্গী হচ্ছি, তিনি কাতারের বাংলাদেশ কমিউনিটির একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাই আমার এবারের সফর কাবার পথে মুরব্বীর সাথে

২৫ তারিখের ফজর নামায মসজিদুল হারামে পড়ার পরিকল্পনা নিয়ে ২৪ তারিখ কাতার থেকে রওয়ানা হবো ইনশাআল্লাহ। ২৯ তারিখ মদীনাতুন্নবী হতে কাতারের উদ্দেশ্যে আবার রওয়ানা হওয়ার কথা।

আমাদের এই সফর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইবাদত হিসাবে কবুল করেন-এই দোয়া সকলের কাছে। সবার জন্য শুভ কামনা।

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359543
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমি অনুমান করতে পারি আপনার সংগী মুরুব্বী কে!

আপনার মাধ্যমে তাঁকে ও অন্যদেরকে আমার সালাম ও দোয়ার দরখাস্ত পেশ করছি!

আপনাদের সফর বরকতময় হোক, আল্লাহতায়ালা কবুল করুন, আমীন!! Praying Praying
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১২
298077
আবু সাইফ লিখেছেন : সংশোধনীঃ
আমি অনুমান করতে পারছিনা আপনার সংগী মুরুব্বী কে!
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪২
298087
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমীন।
359547
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খাইর
১৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪২
298088
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম।
359553
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৪৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : মুরুব্বীর সাথে যান আর নিজেই মুরুব্বী হিসেবে যান আমার কিন্তু একখান আবদার আছে । মানে দোয়া কইরেন আল্লাহ যেন আমাগোরে সরল ও সঠিক পথ দেখায় এবং আবার ও বারংবার যেন ক্বাবার জিয়ারতে যাবার তওফিক দেন ।
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:২৩
298160
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মনরে আবদেন পুরা করো হে মাবুদ.
359556
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম অ রহমাতুল্লাহ।
দোয়া করি উত্তম সফরের জন্য।
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:২৪
298161
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ
359582
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:২৫
298162
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনাকে ধন্যবাদ
359583
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File