কাতারে গোলাম আযম স্মরণে নাগরিক শোক সভা
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০১ নভেম্বর, ২০১৪, ০৩:৫৪:৫৫ রাত
৩১শে অক্টোবর-শুক্রবার। মধ্যপ্রাচ্যের কাতারের রাজধানী দোহা সিটির ফানার মিলনায়তনে ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযম স্মরণে নাগরিক শোক সভার আয়োজন করে কাতার প্রবাসী নাগরিকবৃন্দ।
কাতারে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট মুরব্বী জনাব জুবায়ের আহমদের পরিচালনায় এবং প্রসিদ্ধ প্রতিষ্ঠান আল আকারিয়ার কর্মকর্তা জনাব রেজাউল করীমের উপস্থাপনায় আয়োজিত শোক সভায় কাতারের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার প্রবাসীর পাশাপাশি ভারত পাকিস্তানের কিমিউনিটির মুরব্বীগন অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নেতা এবং ইমাম ও খতিব জনাব ওবায়দুল্লাহ, খেলাফত মজলিস নেতা জনাব মাওলান আব্দুল বারী, দাওয়াতুল হক কাতারের প্রতিনিধি জনাব ইউসুফ নুর, জামায়াত নেতা মাওলানা আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন নেতা ইঞ্জিনিয়ার কামারুল আহসান প্রমূহ। অনুষ্ঠানে সংগিত পরিবেশ করেন শিল্পী মাহবুব।
বক্তারা মরহুম অধ্যাপক গোলাম আযমকে মজলুম জননেতা উল্লেখ করে বলেন যে, ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া সহ অনেক অনেক ইসলামী মনিষীদের লাশ জেলাখানা থেকে এসেছে এবং সেই ধারাবাহিকতায় অধ্যাপক গোলাম আযমের লাশও জেলখানা থেকে আমরা পেয়েছি। যা তার জীবনে সফলতার এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্যতার একটি প্রমান। তারা বলেন যে, তাকে অন্যায় ভাবে ১ হাজার ১৬দিন 93 বছর বয়সে কারাগারে আটক রাখা হয়েছে অন্যায় ভাবে।
তারা আরো বলেন যে, একজন ব্যক্তির সফলতার জন্য যে সব জিনিস ধরকার তার মাঝে অন্যতম হলো নেক সন্তান, সাদকাযে জারিয়া এবং উপকারী ইলম। অধ্যাপক গোলাম আযম তার ৩টিই রেখে গিয়েছেন এবং তারা প্রত্যাশা করেন যে, আল্লাহ অধ্যাপক গোলাম আযমকে জান্নাতুল ফিরদাউস দান করবেন।
সালাতুল আসরের পর ফানার মসজিদের মরহুমের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাযা আদায় করা হয়।
কাতারের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ফানার মিলনায়তনে হাজির হোন। অনুষ্ঠান শুরুর পূর্বেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত শত শত মানুষ দাড়িয়ে থাকেন।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সারাটি জীবন সুধু দিয়েই গেছেন,
যার শেষ বেলাতেও কম ছিলনা।
মন্তব্য করতে লগইন করুন