ব্লগার জামাল উদ্দিনের সাথে আধা শিক্ষিত মানুষের সাক্ষাত
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪১:০৬ রাত
ছবির এই লোকটাকে ব্লগ পাড়া আর অন লাইন জগতের সকলেই চিনেন। তিনি আমাদের অতিপরিচিত জামাল ভাই। সেই সোনার বাংলাদেশ ব্লগে অতি যতনে তার লেখা গুলো পড়ে পড়ে তার প্রেমিক আমি। দীর্ঘ দিন আমিরাতে ছিলেন। এখন কাতারে এসেছেন স্থায়ী ভাবে থাকার জন্য। আসার পরপরই দেখা করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তার সাথে দেখা হয়ে উঠেনি।
আজ 29শে সেপ্টেম্বর সুযোগটা নিয়ে নিলাম। কাতারে তার কর্মস্থল সুক আলীর পাশের মসজিদে আসর নামায পড়ে টুপি পরা লোকটার সাথে সাক্ষাত। তিনি আমার আত্মীয় নন। কেবলমাত্র অনলাইন জগতে তার লিখনীর মাধ্যমে পরিচয়। তার কলমের আচঁরে লেখা গুলো যেমন হয় সুন্দর ও পাঠক বান্ধব, বাস্তবেও তিনি সুন্দর, কথা বর্তায় সুন্দর, সবদিক দিয়ে সুন্দর।
নামাযের পর মসজিদ থেকে বের হতেই দুজনে দুজনকে জড়িয়ে ধরে কুলাকুলি করলাম। যেমন অনেক দিনের পরিচিত জন। দুজনে মিলে অনেক কথা হলো। আবার দেখা হবে বলে একমত হলাম।
আমরা তার কাতারের আগমনকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ যেন তাকে হালাল রুজি দিয়ে ভরপুর করে দেন। আর যে রিযিক দেন, তাতে যেন বরকত দান করেন।
(পাঠক! তার ফুটফুটে সুন্দর একটি মেয়ে আছে, নাম জরিফা। উনি আমার কাছে জরিফার বাপ বলে খ্যাত)
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২- আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোআ করলাম, আল্লাহ'র কাছে।
৩- জামাল ভাই কি ভাবী ও সন্তানসহ গেছে কাতার? আাদারওয়াইজ স্থায়ী ভাবে কেমনে থাকবে?
৪- জারিফা মামণির একটা ছোট্টভাইও আছে, আপনি ওর কথা বলেন্নাই কেনু? তাই আপনাকে অসুস্থ দেখেও হাতুড়ি পেটা করতে বাধ্যহলাম
২। আপনার দোয়াতে আশা করি সহসাই ঘুরে দাড়াবো। আপনি যেন অসুস্থ না হোন, সে দোয়া থাকলো।
৩। না! জামাল ভাই একা এসেছেন।
৪। আমাকে সবাই মাহমুদার আব্বু বলে। কিন্তু আমার মাহমুদ ও মাইমুনা নামে আরো ২জন আছে। জাতে সিলেইট্যা তো, তাই নিজ এলাকার সিসটেমে উনারে জরিফার বাফ বলি।
শুনেছি.......
সুখ আলীর পাশে বেশি দিন থাকলে নাকি "অসুখ" হয় তাই দ্রুত কর্মস্থল চেইন্জ করার চিন্তা করুন...
সিবিএফের পোস্টগুলোতে এই ছবি দেখেছিলুম, মাগার ইহা যে জামাল ভাই, সেটা জান্তাম না @জামালভাই... আমি অনেক বার জিজ্ঞেস করছিলাম, আপনার ছবি কোনটা সিবিএফের পোস্টএ? বাট্ কোন জাবাব নেই আপনারে কাছে পেলে আমি গলা টিপে ধরবো, বলেন্নাই তাই
দেশের যা অবস্থা!!!!
আল্লাহ যেন তাকে হালাল রুজি দিয়ে ভরপুর করে দেন। আর যে রিযিক দেন, তাতে যেন বরকত দান করেন।
মন্তব্য করতে লগইন করুন