Rose২০ রাকাআত তারাবীহ-এর পক্ষে যুক্তি দলীলঃ ০৩ Rose

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৫ আগস্ট, ২০১৪, ০১:৫২:৫৯ রাত

শুরুতেই বলে রাখা ভাল যে, নিজের ইলম প্রকাশের উদ্দেশ্যে এই লিখনি নয়। কোন অহেতুক বিতর্কের মুখোমুখী হওয়াও এই লিখনির টার্গেট নয়। এই বিষয়ে ইদানিং আমি কিছু পড়ালেখা করেছি। ধারাবাহিক ভাবে সেগুলো শেয়ার করতে চাই মাত্র। ইতিমধ্যে আমরা হযরত উমর রা., হযরত উসমান রা. এবং হযরত আলী রা. এর যামানার তারাবীহ সম্পর্কে শেয়ার করেছিলাম। আজ লিখবো মক্কা ও মদীনাবাসীর তারাবীহ নিয়ে। অতএব যারা ভিন্নমত পোষন করে মন্তব্য করবেন, তারা এই মক্কা মদীনাতেই থাকবেন। প্রদত্ত দলীল বা যুক্তির অসারতা উপস্থাপন করবেন। যদি অন্য সময়ের সাথে সংশ্লিষ্ট কিছু স্টকে থাকে, তাহলে একটু অপেক্ষা করুন পরবর্তী পোষ্টের জন্য।

মক্কা মদীনা বাসীর তারাবীহ এর আমল ২০ রাকাআত-

হযরত নাফে’ রাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. মক্কায় বিশ রাকাআত তারাবিহ পড়তেন। তবে মক্কাবাসীরা প্রতি ৪ রাকাআত পর বিরতিকালে তাওয়াফ করে অধিক সওয়াব অর্জন করতেন। মদীনাবাসীরা এটা শুনে মক্কাবাসীদের অনুরূপ সওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রতি ৪ রাকাআত পর ৪ রাকাআত করে বাড়িয়ে দেন। তাই ২০ রাকাআত ৩৬ রাকাআতে পরিণত হয়। (তিরমিযিঃ২০৮ পৃষ্টা)

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257972
২৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৪
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৬
202015
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ।
257977
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৪
মাটিরলাঠি লিখেছেন :
বর্তমানে মক্কায় ও মদীনায় তারা কত রাকাত পড়ে?

২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৭
201677
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ২০ রাকাত
২৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৭
202016
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ২০ রাকাআতই পড়ে। মসজিদুল হারাম মক্কা আল মুকাররামাহ ও মাদীনা মুনাওওয়ারাতে আমি নামায পড়েছি।
258220
২৫ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
চিরবিদ্রোহী লিখেছেন : এটা তাওয়াতুর ভাবে প্রমাণিত। যদিও কিছু কিছু মানুষ বুঝতে চান না। জাযাকাল্লাহ খইর
২৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৮
202017
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কিছু মানুষ না। বিশাল সংখ্যার মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
258410
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : শুনলাম মক্কা মদীনায় প্রথম যে ইমাম ১০ রাকায়াত নামাজ পড়ান তিনি পরের ১০ রাকায়াত না পড়ে চলে যান।ঠিক তদরুপ যিনি শেষের ১০ রাকায়াত পড়ান তিনি প্রথম ১০ রাকায়াত পড়েন না । কথাটা কতটুকু সত্য ।
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:২৪
203602
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : একজন ইমাম ১০ রাকাত পড়ান, এ কথাটা সত্য। কারণ যে সুললিত কন্ঠে তেলাওয়াত করা হয়, তা একাধারে একজন ইমামের পক্ষে ২০ রাকাত পড়া কষ্টকর। কিন্তু ১০ রাকাত পড়ার পর উনি প্রতিদিনই চলে যান, একথাটার সত্যতা প্রশ্নবোধক।
আমাদের দেশের মসজিদ সমূহের যেখানে খতম তারাবীহ হয়, সেখানেও অনেক স্থানে দুইজন ইমাম থাকেন। কিন্তু সময় লাগে ১ঘন্টার মতো ।অথচ মক্কা মদীনাতে সময় লাগে ২ থেকে আড়াই ঘন্টা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File