RoseRose ২০ রাকাআত তারাবীহ-এর পক্ষে যুক্তি দলীলঃ ০২RoseRose

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২০ আগস্ট, ২০১৪, ০২:৪১:৪৮ দুপুর

শুরুতেই বলে রাখা ভাল যে, নিজের ইলম প্রকাশের উদ্দেশ্যে এই লিখনি নয়। কোন অহেতুক বিতর্কের মুখোমুখী হওয়াও এই লিখনির টার্গেট নয়। এই বিষয়ে ইদানিং আমি কিছু পড়ালেখা করেছি। ধারাবাহিক ভাবে সেগুলো শেয়ার করতে চাই মাত্র। ইতিমধ্যে আমরা হযরত উমর রা. এবং হযরত উসমান রা. এর যামানার তারাবীহ সম্পর্কে শেয়ার করেছিলাম। আজ লিখবো হযরত আলী রা. এর যামানার তারাবীহ নিয়ে। অতএব যারা ভিন্নমত পোষন করে মন্তব্য করবেন, তারা এই যামানাতেই থাকবেন। প্রদত্ত দলীল বা যুক্তির অসারতা উপস্থাপন করবেন। যদি অন্য সময়ের সাথে সংশ্লিষ্ট কিছু স্টকে থাকে, তাহলে একটু অপেক্ষা করুন পরবর্তী পোষ্টের জন্য।

হযরত আলী রা. এর সময়ে তারাবীহ ছিল ২০ রাকাআত-

عن شتير بن شكل، وكان من أصحاب علي رضـ أنه كان يؤمهم في شهر رمضان بعشرين ركعة.

“হযরত আলী রা. এর ছাত্র হযরত শুতাইল ইবনে শাকাল রাহ. তারাবিহ এর ইমাম ছিলেন এবং তিনি তারাবিহ নামায ২০ রাকায়াত পড়াতেন।”(বায়হাকীঃ সুনানুল কুবরা, হাদীস-4290)

হযরত শুতাইল ইবনে শাকাল রাহ. বলেনঃ

عن علي (رضـ) قال: دعا القراء في رمضان فأمر منهم رجلان يصلي بالناس عشرين ركعة.

“হযরত আলী রা. এক ব্যক্তিকে ২০ রাকাত তারাবিহ পড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন।” (বায়হাকীঃ হাদীস-4291)

হযরত আলী রা. এর দারুল হুকুমাত এর আওতায় ছিল ইরাক, কুফা ও বসরা। আর হযরত আলী রা. ছিলেন ২০ রাকাতের পক্ষে। তাই ঐ সব এলাকাতে ২০ রাকাতের আমল চালু আছে।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. ছিলেন তারাবীহের ইমাম। তিনি কুফাতে ২০ রাকাত তারাবিহ পড়াতেন।

পূর্ববর্তী পোষ্ট পড়ার জন্যঃ

২০ রাকাআত তারাবীহ-এর পক্ষে যুক্তি দলীলঃ ০১

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256338
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : পড়িতেছি।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৪
200020
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ। পড়তে থাকুন।
256339
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : উভয় পক্ষে যুক্তি আছে। আর এটি সুন্নাত/নফল আমল। তারাবীহ নামটিও রাসূলুল্লাহর(সা)যুগে ছিল না। পরবর্তীতে এরূপ নামকরণ করা হয়েছে। সবদিক বিবেচনায় ৮ রাকায়াত বা ২০ রাকায়াত কোনো আমলই দোষণীয় নয়। প্রত্যেকে নিজ নিজ নিয়্যত ও আমল অনুযায়ী সাওয়াব প্রাপ্ত হবেন।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
200022
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনার কথার সাথে ১০০ ভাগ একমত।
256386
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৫
সুশীল লিখেছেন : ajaira jinis e kajiya bad deye..islamer jonno kecu koren...
২১ আগস্ট ২০১৪ রাত ০১:৩৭
200147
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মন্তব্যটি বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট নয়। হেদায়াতী বক্তব্য রাখার জন্য পোষ্টটি দেয়া হয়নি। যদি স্টকে এই বিষয়ে কিছু থাকে, তাহলে শেয়ার করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File