ইদানিং

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০৩ জুন, ২০১৪, ০২:৪৬:১৮ দুপুর



এই বাড়ীতে আমার অনেক পদচারণা। কিন্তু অনেক দিন হলো এই বাড়ীতে আর আসতে পারছিনা। অনেক চাপের মাঝে সময়টা অতিবাহিত করছি। এ বাড়ীর বন্ধুরা রীতি মতো আমার উপরে বিরক্ত। কোন মন্তব্য করিনা, কোন ধরণের লাইক বা শেয়ার নাই।

আমার মতো আধা শিক্ষিত মানুষ দিনের প্রায় ২০ঘন্টাই অন লাইন থাকি। বন্ধুরা অনলাইনে দেখে জবাব প্রত্যাশা করে। কিন্তু জবাব পায়না। রাগ করে। কিন্তু আমি যে অনলাইনে থাকি বলে ফেইস বুক বা ব্লগ নিয়ে থাকিনা, ওটাতো আমার প্রিয় বন্ধুরা বুঝেনা।

ইদানিং একটু ভাবতে বসেছি এই বলে যে, ব্লগ পাড়ায় আমাদের যাতায়াত আর গাল গল্প এবং নিজেদের ব্লগ বাড়ীতে বসে চালিয়ে যাওয়া সকল এক্টিভিটিজ, এ গুলো কোন খাতায় উঠছে। আমাদের সকলের জন্য কিন্তু ২টি করে খাতা আছে। একটি সুকির্তির খাতা আর আরেকটি কূকির্তির খাতা। আমাদের সকল কাজ কিন্তু কোন একটি খাতায় আসবেই। যারা তাদের কাজকে সূকীর্তির খাতায় উঠাতে ব্যর্থ হবো, তাদের কাজ অনায়াসে কূকীর্তির খাতায় যাবেই।

ইদানিং আমি নানান মহলে বলে আসছি যে, ফেইস বুক ব্লগ আর ইউটুবি-ওগুলো হলো রাক্ষুস। আপনার সময়কে রাক্ষুসের মতো খেয়ে ফেলে। আমি

ইদানিং আমার অনেক আত্মার আত্মীয়কে দেখেছি, যারা আর আগের মতো মিলিত হন না মিলনের মোহনায়। কারণ তারা বিষম ব্যস্ত। তাদের ব্যস্ততার বস্তুটা খুজতে গিয়ে দেখেছি তারা ব্যস্ত ফেইস বুকের বন্ধুদের সাথে আড্ডা দিতে।

ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে হারিয়ে যাওয়া অনেককে দেখতে পাচ্ছি, যাদের ছবি গুলো কিন্তু চমত্কার। আগে যারা শার্টকে ইন করতেন না পর্দা লংঘন হয়ে যাবো বলে, তারা আজকাল টি শার্ট ইন করে পরছেন।

ইদানিং আমার পুরাতন বন্ধুদেরকে নতুন সাজে দেখছি। ক আদ্যাক্ষরের আমার এক আত্মার আত্মীয় আছেন, যাকে আমার বাড়ীতে কোন এক সময়ে আমার ৫৫ বছর বয়সী আম্মার সাথে শুভেচ্ছা বিনিময় বা সালাম বিনিময় করাতে পারিনি। কারণ পর্দা লঙ্ঘন হয়ে যাবে। কিন্তু ফেইস বুকের কল্যাণে দেখলাম তিনি স্বপরিবারে সামাজিক অনুষ্ঠানে। হিজাব বিহিন ঐ বোনটাকে জীবন সঙ্গীনি করে আমার আত্মার আত্মীয়কে ফেইস বুকে দূ'জনার একান্ত ছবি গুলো শেয়ার করতে হচ্ছে।

ইদানিং একটা নতুন খবর পেলাম। আমার এক ফেইস বুক বন্ধু বান্ধবী হিসাবে এড করলেন এক ফেইস বুক সিসটারকে। এর পর কোন এক অজানায় হয়ে গেলো যোগাযোগ। সরাসরি নয়, চাটিং এর মাধ্যমে। এভাবে তাদের মাঝে কুচ কুচ হয়ে গেলো। এর পর সরাসরি কথা। কথা থেকে প্রেম, প্রেম থেকে পরিণয়ে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে সরাসরি দেখা করা। কিন্তু দেখা করতে গিয়ে বিপত্তি। দূ'জনে দূ'জনার হয়ে ছবি তোলা হলো অনেক। এর পর এলো প্রেমিকার বড় ভাইয়েরা। ছবিকে ব্লেক মেইল করার হুমকী দিয়ে বড় অংকে সুবিধা নিয়ে ওরা উদাও। ফেইস বুকীয় প্রেমিকাকে ওরা রেখে যায়নি। ওরা নিয়ে গেছে। পরদিন থেকে ঐ বন্ধু ঐ বান্ধবীর ফেইস বুকে আনফ্রেন্ড শুধু হননি, ব্লক হয়ে আছেন।

ইদানিং তাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে সাংঘাতিক ভয় করি। তাই একটু দূরে থাকি।

---------পাঠক! হঠাত করে মনে হলো যে, ব্লগ আমার মূল্যবান সময়কে নষ্ট করে ফেলছে। তাই শেষ করতে-----------------------------।

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229982
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০১
229984
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
229999
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১৩
পারভেজ লিখেছেন : জীবনের সব কিছুই দু'টা দিক আছে- ভাল আর মন্দ। ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের জীবনের জন্য আজ প্রয়োজন। আমাদেরকে আগে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। আমাদের দেখতে হবে আমরা যে কাজটি করছি আসলে তার প্রয়োজন কতোটুকু। আমরা সকলে যদি আমাদের ক্ষুদ্র জীবনকে ঠিক এই ভাবে চিন্তা করি। যেমন-
SMART
S = Specific
M = Miserable
A = Ascribable
R = Realistic
T = Time bound
তাই আমরা এসব থেকে দূরে থাকবো না বরং এগুলোর মন্দ প্রভাব হতে দূরে থাকার চেষ্টা করবো।
230013
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৪
ছিঁচকে চোর লিখেছেন : আজকাল তো এসবই চলছে ফেবুতে। প্রযুক্তির অবাধ প্রচারের ফলে মানুষ নিজেকে মেলে ধরছে যে যেমনভাবে পারছে। সুন্দর লিখেছেন।
230059
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
নূর আল আমিন লিখেছেন : স্বাগতম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File