আদালত স্বপ্রনোদিত হয়ে কেন আদেশ দেয় না

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৩ এপ্রিল, ২০১৪, ১০:৩৬:০৯ রাত

আমাদের আদালত স্বপ্রনোদিত হয়ে অনেক আদেশ দান করেন। এর মাঝে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে, উনাদের সম্মানে আঘাত লাগে এমন বিষয় নিয়ে উনারা স্বপ্রনোদিত হয়ে আদেশ দিয়েছেন।

সাঈদী সাহেবের মামলায় আমরা বারবার দেখি কিছু নাম ঘুরে ফিরে আসে। যেমনঃ

১.দানেশ মোল্লা

২.আশরাফ আলী

৩.আব্দুল মান্নান

৪.কালাম চৌকিদার

৫.আব্দুল হাকিম মুন্সি

৬.মমিন উদ্দিন

৭.মোসমেল মওলানা।


এর মাঝে মোসলেম মওলানা-এর নাম আসে বারবার। কিন্তু আমাদের আদালত একটি বারের জন্য স্বপ্রনোদিত হয়ে উনাদের তলব করেনা, উনাদের বিরুদ্ধে সমন জারি করেনা, উনাদের বিরুদ্ধে তদন্ত করতে নির্দেশ দেয়না, উনাদেরকে সাক্ষী হিসাবে হাজির করতে বলেনা।

কিন্তু কেন? এই আধা শিক্ষিত মানুষের তা বুঝে আসেনা।

বিষয়: রাজনীতি

১৩১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207353
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিচার এবং বিচার - বিচার নাটকের মধ্যে এটাই পার্থক্য
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৪
156258
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সত্য বলেছেন।
207420
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৬
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : গুমোর ফাক কি এত দ্রুত করা যায়.....?
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
156259
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তা------------ই।
207430
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৩:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই ডিজিটাল বিচার বলে কথা।
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
156260
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : বিচারের নামে প্রহসন।
209024
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
সবজি্ মার্কেটের ভাই লিখেছেন : বিচারের নামে প্রহসন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File