আদালত স্বপ্রনোদিত হয়ে কেন আদেশ দেয় না
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৩ এপ্রিল, ২০১৪, ১০:৩৬:০৯ রাত
আমাদের আদালত স্বপ্রনোদিত হয়ে অনেক আদেশ দান করেন। এর মাঝে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে, উনাদের সম্মানে আঘাত লাগে এমন বিষয় নিয়ে উনারা স্বপ্রনোদিত হয়ে আদেশ দিয়েছেন।
সাঈদী সাহেবের মামলায় আমরা বারবার দেখি কিছু নাম ঘুরে ফিরে আসে। যেমনঃ
১.দানেশ মোল্লা
২.আশরাফ আলী
৩.আব্দুল মান্নান
৪.কালাম চৌকিদার
৫.আব্দুল হাকিম মুন্সি
৬.মমিন উদ্দিন
৭.মোসমেল মওলানা।
এর মাঝে মোসলেম মওলানা-এর নাম আসে বারবার। কিন্তু আমাদের আদালত একটি বারের জন্য স্বপ্রনোদিত হয়ে উনাদের তলব করেনা, উনাদের বিরুদ্ধে সমন জারি করেনা, উনাদের বিরুদ্ধে তদন্ত করতে নির্দেশ দেয়না, উনাদেরকে সাক্ষী হিসাবে হাজির করতে বলেনা।
কিন্তু কেন? এই আধা শিক্ষিত মানুষের তা বুঝে আসেনা।
বিষয়: রাজনীতি
১৩১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন