দেখে এলাম নবীর দেশঃছবি ব্লগ-০২ ((রাবেতার সদর দফতরে))
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৮ মার্চ, ২০১৪, ১১:৫৩:৫৬ সকাল
রাবেতা আলম আল ইসলামী। বিশ্ব মুসলিম ভ্রাতৃ সংস্থা।মুসলিম ওয়ার্ড লীগ। সংগী সেই আগের মতোই জুবায়ের আবরার।
স্বজন ব্যক্তিত্ব জনাব জাকির আহমদ। রাবেতার ইংলিশ জার্নাল এর তিনি সম্পাদক। জুবায়ের আবরারের প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। দেখা হওয়ার পর জানতে বা বুঝতে পারলাম যে, তিনি আমাদেরও প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শুধু নন-তিনি আমাদের আত্মারও আত্মীয়। পূর্ব থেকে পাস রেডি রাখা হয়েছে। ৪ সংগী সহ হাজির হলাম রাবেতার সদর দফতরে।
রাবেতার সদর দফতরে যাওয়া অনেক বড় কিছু। দেখা করলাম সম্পাদক সাহেবের সাথে। জমজম আর খেজুর দিয়ে আপ্যায়ন করালেন। তার সম্পাদিত জার্নাল গিফট করলেন। এরই মধ্যে তার কিছু সৌদীয়ান কলিগ আসলেন। যাদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় হলো। উনারা সম্পাদককে অনুরোধ করলেন, যাতে আমাদেরকে গিফট করা হয়-আপ্যায়ন করানো হয়।
ঘুরে ফিরে দেখার মতো কিছু নাই। সর্বত্র ম্যান্টেনেন্সের কাজ চলছে। তাই বিল্ডিং-এর বাহির দেখেই তৃপ্ত থাকতে হলো।
রাবেতা আলম আল ইসলামীর সদর দফতরকে পিছনে ফেলে আমরা ছুটে চললাম হুদায়বিয়ার প্রান্তরের দিকে।
সামনেই আমাদের গন্তব্য হুদায়বিয়া। যেখানে একটি গাছের নিচে জড়ো হয়ে শপথ নিয়েছিলেন আসবাবে রাসূল সাঃ। জুবায়ের আবরার আমাদের সাথেই আছেন।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি তাহলে সৌদী আরবেই আছেন। আবার আসতে পারি দোয়া করবেন।
@ লিখক - চমৎকার প্রতিউত্তর দিলেন। মাশাল্লাহ্।
ভাল লাগলো আপনার সাধারন উপস্থাপনা।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন