দেখে এলাম নবীর দেশঃছবি ব্লগ-০১ ((হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা। এর বাড়ীতে))
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৭ মার্চ, ২০১৪, ০৫:২৪:০৭ বিকাল
টুডে ব্লগের নিয়মিত ব্লগারদের সকলেই লক্ষ করেছিলেন যে এই আধা শিক্ষিত মানুষ মধ্যপ্রাচ্যের কাতার থেকে সড়ক পথে সৌদী আরব গমন করেছিলাম উমরাহ পালনের জন্য। এজন্য উমরাহ বিষয়ক পড়াশোনা নিয়ে "একজন উমরাহ যাত্রীর জন্য প্রয়োজন” শিরোনামে ৮পর্বের একটি লিখা ছিল টুডে ব্লগে। যারা সেই সময়ে পড়তে পারেননি তা শিরোনামেক্লিক করে সুযোগ নিতে পারেন।
এই মুহুর্তে আধা শিক্ষিত মানুষ সৌদী আরবে নয়-কাতারে। কাতারে থাকলেও আধা শিক্ষিত মানুষের মোবাইলের মেমরীতে রয়েছে নবীর দেশের নানাবিধা হৃদয়কাড়া চিত্র। ছবি গুলোর শ্রেণী বিন্যাস, স্থায়িত্ব প্রদান আর ব্লগারদের সাথে শেয়ার করার মানসে আজ প্রকাশ করলাম প্রথম পর্বঃ
শিরোনামঃ নবীর দেশে হযরত আব্দুল্লাহ বিন উমর রাঃ এর বাড়ীতে
পাহাড়ের উপরে দেখা যাচ্ছে যে বাড়ীটি-ওটার মালিক ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রা. এর পুত্র হযরত আব্দুল্লাহ বিন উমর রা.।
আরো কাছে থেকে দেখুন বাড়ীটিকেঃ
বাড়ীর পাদদেশে হযরত উমরা রা. এর পুত্র হযরত আব্দুল্লাহ বিন উমর রা. এর কবরঃ
কাছে থেকে দেখা হযরত আব্দুল্লাহ বিন উমরের কবরঃ
আমরা যখন হযরত আব্দুল্লাহ বিন উমরা রা. বাড়ী আর ঐ এলাকা নিয়ে ব্যস্ত তখন সাথে ছিলেন সুপ্রিয় জুবায়ের আবরার। অত্যন্ত ভালমানুষটির জন্য একরাশ ভালবাসা। (ডানে থেকে দ্বিতীয়)
বিষয়: বিবিধ
১৫৩২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকুন।
ধন্যবাদ।
এমন একটা পথ দিয়ে চলি, যে পথে চলার কারণে পথের মালিক যাত্রা সহজ করে দেন। তাই আবু জারীরদের মতো অনেককে পেয়েছিলাম। তাই ফিরে এসে মুগ্ধ হওয়ার কথা লিখেছিলাম।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2624/mnibwch/40851#.UzQofaJdb4Y
না এখানে কোনো তরুলতা জন্মায়
না ফুল পুষ্প খেলাধুলা করে
তবে আসমানও অবণত হয়ে
এই ভূমিকে চুম্বন করে.....
দুআ চাই সেই পূণ্যভূমিতে যাওয়ার যেন তাওফিক দেন মহান আল্লাহ তায়ালা।
নবীজীর রওজায় সালাম দিবো
তখন কিন্তু এই কাজল ঘেরা চোখ নিয়ে গেলে নবীজি নারাজ হবেন।
২. যদি ইচ্ছা থাকে এই বিষয়ে বিকল্প আরেকটি পোষ্ট লিখতে।
মন্তব্য করতে লগইন করুন