আমি কলাগাছ, আগামী সংসদ নির্বাচনে বড়লেখা আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী, ভোটারদের দোয়া প্রার্থী।

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৬ মার্চ, ২০১৪, ০২:১৫:৩৭ দুপুর



আস্সালামু আলাইকুম। সুপ্রিয় বড়লেখা বাসী। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গতকালের নির্বাচনে জননেতা এমাদুল ইসলামের বিজয় কিভাবে ছিনিয়ে নেয়া হয়েছে। ৫টি ভোট কেন্দ্রে কমপক্ষে ৫হাজার ভোট জোর পূর্বক সিল মারা হয়েছে সুন্দর আলীর পক্ষে। এতে আমার কোন দূঃখ নাই। কারণ কুকুরের কাজ কুকুর করেছে।

কিন্তু যে বিএনপিকে ১৯৯৬ সালের পর থেকে একক ভাবে সমর্থন করে আসছে জামাত, সেই বিএনপি হঠাত করে খায়েশ উঠে নির্বাচন করার। আমাদের হাফিজ ভাই আওয়ামীলীগের সাথে আঁতাত করে গোপন লেনদেনের মাধ্যমে নিজেকে প্রার্থী ঘোষনা করে আওয়ামীলীগ বিরুধী ভোটে ভাগ বসান। গতকালের নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, ওখানে বিএনপির উচিত ছিল জামায়াতের প্রার্থীকে সমর্থন করার। কিন্তু তারা তা করেনি।

সুপ্রিয় বড়লেখা বাসী।

আগামী নির্বাচন অনেক দূরে। কারণ বিএনপির যে মুরগী মার্কা নেতৃত্ব, তারা পিঠ বাঁছিয়ে আন্দোলন করতে চায়। তাই তাদের বাবার সাধ্য হবেনা আওয়ামীলীগকে হঠানোর। তাই নির্বাচন হবে ৫বছর পর অথবা আওয়ামীলীগের ইচ্ছাতে। মোদ্দাকথা নির্বাচন যখনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের এবাদুর রহমান সাহেবই বিএনপির নমিনেশন পাওয়ার কথা। আর সেই সুযোগে তাদের প্রধান দাবী হবে জামায়াতের সমর্থন বা ১৯ দলের একক প্রার্থী।

সুপ্রিয় বড়লেখা বাসী।

আমি আগাম ঘোষনা দিচ্ছি যে, জামায়াতে ইসলামী এই আসনে জনাব মাওলানা আমীনুল ইসলামকে প্রার্থী ঘোষনা করেছে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা সব স্থানে বিএনপি জামায়াতকে সমর্থন দেয়নি। বিধায় জননেতা আমীনুল ইসলাম অথবা অন্য যে কেউ হবেন জামায়াত এবং ১৯ দলের প্রার্থী। আর যদি তা না হয়ে বিএনপির কাউকে প্রার্থী দেয়া হয়, তাহলে আমি কলাগাছ আগামী নির্বাচনে বড়লেখা আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী। আমার সম্ভাব্য প্রতীক কলাগাছ।

অতএব,

আগামী নির্বাচনে বড়লেখা আসনে জামায়াতের একক প্রার্থী চাই আর না হলে বড়লেখা বাসীর দোয়া চাই-কলাগাছে ভোট চাই।

বিষয়: রাজনীতি

২২৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192913
১৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ১০০ ভাগ সমর্থন করিলাম।
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৮
143688
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : যারা সত্যিকার একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আশা করেন, তাদের সর্বপ্রথমে এই উপলব্দি পোষন করতে হবে যে এই পৃথিবীতে সমর্থন করার লোকের কোন অভাব নাই।
তাই সমর্থন নয়, চাই প্রচার আর মটিভেশন। আর সে জন্য আপাততঃ ফেইসবুকে শেয়ার করুন।
192930
১৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৮
ইবনে আহমাদ লিখেছেন : আমি আপনার সাথে আছি। শুধু বড়লেখা নয় - জামায়াতের উচিত হবে বাংলাদেশের সব জায়গায় এরকম বিদ্রোহী প্রার্থী দাড়ানোর।
আমাদের সিলেট দক্ষিন সুরমাতে ও এরকম একজনকে প্রয়োজন।
জামায়াতের ভাইরা কি আপনার মত এরকম সময়উপযোগী সিদ্দান্ত নিতে পারবে?
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৯
143689
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : জি! আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনার প্রত্যাশার সাথে ও একমত।

((আমি যথা সময়ে শনিবারে কাতার পৌছলাম। দোয়া করবেন। আপনার সাথে দেখা না হওয়াতে দূঃখিত))
192940
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমিও দাঁড়ামু তাইলে....আমার মার্কা হবে বাঁশ, কাফেলার একটা অনুষ্ঠানের কৌতূকে বাঁশ মার্কা চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে আমি প্রচুর দর্শক প্রিয়তা পেয়েছিলাম, এবার তাইলে বাস্তবে দাঁড়াতে হবে.....
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
143690
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : যদি উদ্দেশ্য হয় বিএনপিকে বাঁশ দেয়া, তাহলে আমাকে পাশে পাবেন।
192958
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিম্পি উচিত কাজটাই করেছে।
১৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৭
143686
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : এখন জামাতের কর্তব্য হলো উচিত কাজটা করা।
193053
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও সিলেট -৬ এ আছি ।
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
144164
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আব্দুল্লাহ শাহীন@ আরেকটু টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ী বাড়ী যাও। লালটুকটুকে শাড়ী পরে---------------
193126
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হমম
উমরা করে এসে ভাই কলাগাছ নিয়া পড়লেন!
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
143856
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : জ্বালায় জ্বলিলে ভাই, করার কিছুতো নাই।
193304
১৭ মার্চ ২০১৪ রাত ০৩:০৮
প্রবাসী মজুমদার লিখেছেন : কলা মার্কা জিন্দাবাদ
না জিতিলে নিপাত যাক।

বড় লেখাবাসীর হৃদয়ের স্পন্দন, আধা শিক্ষিত মানুষকে কলা গাছ মার্কায় ভোট দিন।
১৭ মার্চ ২০১৪ রাত ০৩:৩৯
143993
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কলাগাছে দিলে ভোট-শান্তি পাবে আধা শিক্কিতের বুক।
193368
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
আয়নাশাহ লিখেছেন : সারা দেশের রব উঠেছে, জামায়াত এবার চমক দেখাইছে। আপনিও কি চমক দেখাইবেন?
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
144165
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : চমক না। জামায়াতের সাথে বিশ্বাস ঘাতকতার উচিত শিক্ষা দিতে। দল নাকি বড় হলে বিদ্রোহী প্রার্থী থাকে-তাই প্রমাণ করতে চাই যে, জামায়াত বড় হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File