আজকের হরতাল নিয়ে এক্সক্লুসিভ প্রতিবেদন (হাউ ফানি ম্যান!!)
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৮:২২ রাত
হরতাল বাতিলের জন্য সরকারের ও সরকারের চাটুকারদের পক্ষ থেকে যত সব আয়োজন ছিল-
১। সরকারী সকল গাড়ী আগের মতই চলার কঠোর নির্দেশ প্রদান।
২। পরিবহন মালিক শ্রমিক সমিতির দ্বারা গাড়ী চালু রাখার কঠোর নির্দেশ প্রদান।
৩। দোকান মালিক সমিতির দ্বারা দোকান খোলা রাখার নির্দেশ প্রদান।
৪। শিক্ষা মন্ত্রির পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দান।
৫। মিডিয়ার পক্ষ থেকে হরতাল বিরোধী ব্যাপক প্রচারনা এবং গাড়ী নামানোর জন্য ভিক্ষার সুরে কান্নাকাটি।
৬। ব্লগারের মুখোশধারী ইমরানদের পক্ষ থেকে সরকার দলীয় সশস্ত্র ক্যাডার নামক জনগনকে মাঠে থাকার নির্দেশ দান ।
৭। বর্ডার ফাকা রেখে হরতাল বাঞ্চালের জন্য বিজিবিকে মাঠে থাকার নির্দেশ ।
৮। পুলিশ ও র্যা বের সকল শিফট সিস্টেম অমান্য করে দিনের ভাগে প্রত্যেক মোরে মোরে অবস্থানের নির্দেশ ।
কিন্তু সরকারের এ সব প্রচেষ্টা কোনই কাজে লাগল না। হরতাল ব্যাপকভাবে সফল হইল। যারা রাস্তায় গিয়েছেন অথবা টেলিভিশনগুলি কান বন্ধ রেখে শুধু চোখ মেলে (কারন টেলিভিশনগুলিতে পূর্ব লিখিত বয়ানের সাথে ফুটেজ মিলে নাই) দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পেরেছেন।
ঢাকার রাস্তা ঘুরে আমাদের বিশেষ প্রতিবেদক যেসব চিত্র দেখে এসেছেন, তার আলোকে হরতালে আসল অবস্থা এখানে তুলে ধরছি-
১। রাস্তায় সরকারী বাস চলতে চেষ্টা করেছে ভাল ভাবেই।
২। সাধারন গাড়ী গুলি রাস্তায় খুব কমই দেখা গিয়েছে। সর্বোচ্চ ৪.৫% বাস চলেছে। তবে রিক্সা চলেছে মারাত্মকভাবে (১২০%)।
৩। এত অল্প গাড়ী চললেও গাড়িতে যাত্রী সংখ্যা ছিল মোট সিটের মাত্র ২০% এর মত।
৪। বিশেষ এ প্রতিবেদক সংবাদের আসল চিত্র নেয়ার সার্থে সাধারন এক সিএনজিতে চড়ে ঘুরেছেন পুরো ঢাকা নগরী। কিন্তু তার এ সিএনজি কে কোন সিগ্ন্যালেই না আটকানোতে খুব অল্প সময়েই তিনি ননস্টপ ঘুরে আসতে সক্ষম হয়েছেন।
৫। বাধ্য থাকায় শিক্ষক গন উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই নগন্য। গুনতে গেলে দেখা গেল,
স্কুলের উপস্থিত মোট শিক্ষার্থীর সংখ্যা= সর্বমোট শিক্ষক সংখ্যা
৬। সরকারী অফিস থেকে অফিসারদেরকে অফিসে উপস্থিত হওয়ার জন্য বারবার ভিক্ষার সুরে আবেদন। এ বিশেষ প্রতিবেদকের আম্মুকেই বেশ কয়েকবার ফোন দেয়া হয়েছে তার অফিস থেকে।
৭। মিডীয়া গুলি নিজেদের জাত রাখতে ফুটেজের সাথে পূর্বলিখিত পুথি পাঠ করেছেন। কিন্তু পুথি পাঠের সাথে ফুটে্জের মিল না পাইয়া খানিকটা লজ্জাবোধ করছেন প্রতিবেদকগন।
৮। নিউ মার্কেটের ৯৯% দোকান মালিক রাজাকার হয়ে গেছে। ২/১% দোকান খোলা রেখেছেন তারা। তবে সেগুলিও অর্ধেক শাটার বন্ধ রেখেছেন।
৯। হরতাল প্রতিহত করার ঘোষোনা দানকারী শাহবাগিরা আজ ব্যাপক এক্টিভ। তারা বোধ হয় হরতাল প্রতিহত করার জন্য অথবা ক্লাসে উপস্থিত হয়ে মিডীয়ায় বক্তব্য দেয়ার জন্য দেশ দেশান্তে চলে গেছেন। কারন শাহবাগের উপস্থিতি খুব কম লক্ষ করা গিয়েছে। নিরাপত্তাজনিত কারনে তিনি সেখানের উদ্যোক্তাদের কাছ থেকে কোন মতামত নেননি। তবে সুখের কথা হল- তিনি স্বাভাবিক ভাবেই আবার ফিরে এসেছেন।
১০। মিডিয়া গেছে পাগল হইয়া তারা বারবার শাহবগিদের হরতাল প্রতিহত করার ঘোষনা দেখায়।
১১। মাহবুবুল আলম হানিফের প্রোগ্রাম কাস্ট করতে গিয়ে দেখা গেছে, যে মূহুর্তে তিনি বলছেন সকল দোকান পাট খোলা ছিল এবং হরতাল বাঞ্চাল হয়েছে, ঠিক সে মুহুর্তে হানিফ সাহেবের পেছনের বাটা দোকানটি বন্ধ রয়েছে। এখানেও নিরাপত্তা জনিত কারনে হানিফ সাহেবকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা সম্ভব হয়নি।
বিষয়: রাজনীতি
১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন