তোমরা মিথ্যা বলো জানি, কিন্তু এতো নির্জলা মিথ্যা জনগন কেমনে বিশ্বাস করবে বলো!
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪১:৫০ সকাল
হরতাল চলছে। হরতাল নিয়ে রয়েছে বিস্তর কথা। আমরা বলছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা আর পিছনে যাওয়ার কোন সুযোগ নাই।
হরতাল কেমন হচ্ছেঃ
৭১ টিভিতে এই মাত্র লাইভ দেখলাম। প্রেসক্লাবের সামনে থেকে লাইভ দেখানো হচ্ছে। বলা হচ্ছে হরতালে যানবাহনের চলা স্বাভাবিক। কিন্তু পিছনের চিত্র কি বলে? প্রেসক্লাবের রাস্তাটাকি প্রতিদিন এই ভাবে ফাঁকা থাকে।
আমরা জানি তোমরা মিথ্যা বলো। কিন্তু এতো নির্জলা মিথ্যা তোমরা জনগনকে কেমনে বিশ্বাস করাবে?
নিত্যদিনে যানজটের শহর ঢাকা। আজ ঢাকায় যানজট নাই। তোমাদের লাইভ প্রচারেই দেখা যাচ্ছে মাঝে মাঝে ২/১টা রিকসা বা সিএনজি চলছে। রিকসা আর সিএনজিকে তো আমরা এমনিতেই ছাড় দেই। তাই এগুলোতো চলারই কথা। কিন্তু তোমরা বলো যানবাহনের চলাচল স্বাভাবিক। তাহলে প্রেসক্লাবের সামনের রাস্তা এতো ফাঁকা কেন।
তোমাদের দৃষ্টিতে শাহবাগের ১০০জন লোকের সমাবেশ হয় জনস্রোত, আর আমরা যখন মতিঝিলে হাজার হাজার মানুষের ঢল নামাই, তখন তা তোমাদের কাছে হয়ে যায় যানজটের কারণ। তোমাদের লজ্জা লাগে আমাদের ছবি দেখানে, তাই ছবি দেখাও যানজটের।
ইতিহাস বলেঃ
আমরা কোনদিন রাস্তায় কোন গাড়ী ভাংচুর করিনি।
আমরা কোনদিন কোন গাড়ীতে আগুন দেইনি।
আমরা পুলিশের প্রতি কোন দিন রাগান্বিত হয়ে তাকাইনি।
আমরা কি করছিঃ
আমাদের পিতৃসম নেতৃবৃন্দকে আওয়ামী সিদ্ধান্তে, আওয়ামী সরকার কর্তৃক তৈরী আইন দ্বারা, আওয়ামীলীগ কর্তৃক নির্বাচিত ট্রাইবুনালে, আওয়ামীলীগের বিচারকদের দ্বারা, আওয়ামীলীগের প্রসিকিউশনের মাধ্যমে, আওয়ামীলীগে পুলিশ দিয়ে গ্রেফতার করে সম্পূর্ণ অন্যায় ভাবে আওয়ামীলীগের জেলে পুরে রেখেছো। আওয়ামীলীগের বুদ্ধিজীবিদের লিখা রায় কিছু দিনের মাঝে ঘোষনা করার উদ্দেশ্যে।
আমরা কি চাইঃ
আমরা চাই সকল দলের সকল যুদ্ধাপরাধীদের বিচার।
তোমরা কি চাওঃ
তোমরা চাও জামায়াত নেতৃবৃন্দকে যে কোন ভাবেই হোক ফাঁসি দেওয়া।
তোমরা কারাঃ
তোমরা বলো, তোমরা নাকি ব্লগার। তাহলে আমরা যারা ব্লগে লিখি তারা কারা?
তোমরা বলো, তোমরা নাকি নতুন প্রজন্ম। তাহলে আমরা যারা ৭১সালে জন্মেছি বা এর পরে এবং আমরা যারা আজ শিবির করি, তারা কারা?
তোমরা বলো, তোমরা নাকি ছাত্র-জনতা, তাহলে আমরা যারা এ+পাই, শিক্ষাঙ্গনের সেরা ছাত্র, তারা কারা?
এসো না জনমত যাচাই করিঃ
কারা তোমাদের পক্ষে আর কারা আমাদের পক্ষে একবার পরীক্ষা হয়ে যাক।
তোমরা থাকো তোমাদের শাহবাগে, আমাদেরকে পল্টনে একটু সুযোগ দাও।
তোমাদের সরকারী প্রটেকশন বন্ধ হোক, আমাদেরকে লাঠিপেটা আর গুলি করা বন্ধ হোক।
তোমরা তোমাদের সমর্থকদের সমাবেশ ঘটাও, আমারা আমাদের সমর্থকদের।
তোমাদের যেভাবে সরকারী ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দয়ো হচ্ছে তা বন্ধ হোক, আমরাও সরকারী সুযোগ সুবিধা চাই না।
তোমাদের যেমন লাইভ প্রচার হচ্ছে, সেই চ্যানেলের আরেকটি ক্যামেরা আমাদের দিকে মুখ ফিরাক। একই স্ক্রিনে চলুক দুই সমাবেশের চিত্র।
তোমরা তোমাদের বক্তব্য দাও-দেশবাসী শুনুক। আমরা আমাদের বক্তব্য দেই-তাও দেশবাসী শুনুক।
তখন দেখা যাবে কতধানে কত চাল? সত্য তখন উদ্বাসিত হবেই।
বিষয়: রাজনীতি
১৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন