গিয়েছিলাম হুমায়ুন রশীদ চত্বরে

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১০ ডিসেম্বর, ২০১৩, ০৭:২০:৪১ সকাল

কাতার থেকে দেশে ফিরলাম শনিবারের ভোরে। রবিবারের সকাল বেলা। হাজির হলাম সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে। উদ্দেশ্য ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহণ। অনেক অনেক দিন পর উচ্চকন্ঠে নারায়ায়ে তাকবীর শ্লোগানে কন্ঠ মিলালাম। দিল উজাড় করে “আল্লাহ আকবার” বললাম।

কর্মসূচীতে অংশ নিয়ে দেখা হলো অনেকের সাথেই। দেখা হলো সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডাঃ সায়েফ আহমদ, দক্ষিণ জেলা আমীর মাওলানা হাবীবুর রাহমান, উত্তর জেলা আমীর মাওলানা আনোয়ার হোসাঈন খান এর সাথে।

এক সময়ের কাতার প্রবাসী জনাব আব্দুর রহীম মাসুক ভাইকে পেলাম সেই আগের মতোই মিছিলের অগ্রভাগে-তিনি এখন একটি ওয়ার্ডের সভাপতি।

অনেক দিন পর মিছিলে শামীল হলাম। প্রবাস থেকে আমরা নানাবিধ মিডিয়ার যিকির শুনে যতটুকু আতংকিত, বাস্তব ময়দানে উপস্থিতদের তেমন আতংকিত মনে হলোনা। সবাই সীমাহীন আশা হতো। মনে হলো যেন কোন এক স্বামী তার সন্তান সম্ভবা স্ত্রীর প্রসব বেদনায় কাতর। কিন্তু পরবর্তী একটি খুশীর খরব শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। যে কোন সময় আসতে পারে সে খবর।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File