চাচার প্রস্তাবটা খারাপ না, একটু ভেবে দেখুন

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০৩ অক্টোবর, ২০১৩, ০১:০৫:০০ দুপুর

আমার চাচা নির্বাচন নিয়ে একটা প্রস্তাব করেছেন।

আমার চাচার প্রস্তাবে খারাপ কিছু আছে বলেতো মনে করিনা।

আমার চাচাকে আপনারা স্বৈরাচার মনে করেন বলে সব কথাই তার বাদ দিতে হবে এমন কোন কথা তো নয়।

আমার চাচা যে প্রস্তাব দিয়েছে, তাকে কোন দলের ক্ষতি হবে বলে মনে করছিনা।

আমার চাচার দল মাঝারি সাইজের একটা দল। সারা বছর যে ভাবে দুই নেত্রীর চুলাচুলি চলে-তাতে আমার চাচার দল সহ সকল এসএমই সাইজের দল গুলোর মুল্যায়ন হবে।

আমার চাচার প্রস্তাবটা গ্রহণ করা হলে মেধাবীরা নেতৃত্ব দেয়ার সুযোগ পাবে।

আমার চাচার প্রস্তাব গ্রহণ করা হলে রাজনীতিবিদরাই রাজনীতি করবে।

আমার চাচার প্রস্তাব গ্রহণ করলে মওদূদরা অন্য আসনে গিয়ে নির্বাচিত হয়ে আসতে হবেনা।

আমার চাচার প্রস্তাব গ্রহণ করলে ইনু আর কামাল হোসেনরা নৌকায় সওয়ার হতে হবেনা।

আমার চাচার প্রস্তার গ্রহণ করা হলে হেফাজতিরা মেডামের আঁচলে আশ্রয় নিতে হবেনা।

দেখুন না! একটু ভেবে দেখুন!! হতে পারে আমার চাচা স্বৈরাচার-কিন্তু এই তেতুলের এখন বিরাট কদর!!!

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File