ব্লক টুডে ব্লগ - প্রবাসী ব্লগারদের করণীয়

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩২:১৬ বিকাল

সরকার টুডে ব্লগ বন্ধ করে যে মারাত্মক ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ ঘটালো তাতে আহত হয়েছি বটে, কিন্তু বিস্মিত হইনি। কারণ তেতুল গাছে যেমন মিষ্টি আম পাওয়া যায়না, তেমনি বাকশালীদের কাছ থেকে মুক্ত মত প্রকাশের সুযোগ পাওয়া যায়না।

টুডে ব্লগ ব্লক হয়েছে বাংলাদেশে। কিন্তু সারা বিশ্বে তো ব্লক হয়নি। তাই আমরা যারা প্রবাসী আছি তারা কি করবো? আমরা-

১. নাকে তেল দিয়ে আরামছে রেস্ট নেবো?

২. চরম ভাবে হতাশ হয়ে হতাশার বাণী ঘুলো রিপিট করে বন্ধুজনকে শুনাবো এবং তাকেও হতাশ হতে কূমন্ত্রনা দেবো?

৩. আমরা ভেঙে পড়বো। তাই ব্লগ পাড়া থেকে এখন বিদায় নেবো এই ভেবে যে, যেদিন সুদিন আসবে-সেদিন আবার আসিবো ফিরে?

যদি আমার উপরোক্ত ৩টি পয়েন্টের সকলটির জবাবে আপনি "না" বলেন এবং আমি আশাবাদী যে, আপনি না বলবেন। তাহলে আপনাকে আমাকে যা করতে হবেঃ

ক. প্রতিদিন কমপক্ষে ১টা পোষ্ট লিখতে হবে এবং যা হতে হবে তথ্য ভিত্তিক এবং মটিভেশনমূলক।

খ. আপনার পোষ্টটাকে কপি করে ফেইস বুক আইডিতে পেষ্ট করতে হবে যাতে বাংলাদেশের অসংখ্য ব্লগার তা পড়ার সুযোগ পান।

গ. আপনার পোষ্টটাকে বিভিন্ন সামাজিক ওয়েভসাইটে শেয়ার, কপি-পেষ্ট করতে হবে।

ঘ. প্রবাসীরা ব্লগ পাড়াতে আরো বেশী সময় দিতে হবে, যাতে মুডুরা নিরুৎসাহিত না হন।

ঙ. মুডুদেরকে একটি পোষ্টের মাঝ খানে ৪ঘণ্টার বিরতিটাকে আপাততঃ উঠিয়ে দিতে হবে।

চ. মুডুদেরকে সার্বক্ষণিক পর্যপেক্ষণের মাধ্যমে ভাল পোষ্ট গুলোকে ৫/৬ঘন্টার জন্য স্টিকি করতে হবে।

ছ. সুন্দর পোষ্টের জন্য মুডুদের পক্ষ থেকে ই-মেইলে ধন্যবাদ জানাতে হবে।

জ. সহসাই ব্লগে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

লিখলাম তো অনেক কিছু। একজন প্রবাসী এবং আধা শিক্ষিত মানুষ হিসাবে এরচেয়ে আর বেশী কি লিখতে পারি?

ধন্যবাদ সকলকে।

বিষয়: বিবিধ

১৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File