জরুরী পারচেজ অর্ডার # একটি মহত উদ্দেশ্য সাধনে কিছু ডিম প্রয়োজন

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৪৩:৫২ সন্ধ্যা



((উউফ! এটি একটি আজগুবি পোষ্ট। পুরো শিক্ষিত মানুষের প্রবেশ নিষেধ))

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আধা শিক্ষিত মানুষ-এর আয় রোজগার কমে যাওয়াতে এবং বর্তমানে আর্থিক সমস্যায় থাকায় ব্যবসার নতুন নতুন পথ খোঁজছেন। কিন্তু যে ব্যবসাতেই যা বিনিয়োগ করছেন, তাই আর ফেরত আসছেনা।

বিধায় নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত ও বিক্রির চিন্তা করা হয়েছে। যেহেতু রাজনৈতিক আবহাওয়া পূর্বাভাস প্রদান করছে যে, সহসাই রাজনৈতিক প্রয়োজনে বাজারে ডিমের তীব্র সংকট দেখা দেবে। তাই আধা শিক্ষিত মানুষ ডিম স্টক করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

অতএব,

আধা শিক্ষিত মানুষের ব্লগ বাড়ীতে কমেন্ট-এর মাধ্যমে প্রচুর পরিমাণে ডিম সরবরাহের কোটেশন প্রদানের আহবান করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের একটি মহৎ উদ্দেশ্য সাধণে ডিম সরবরাহ করতে আগ্রহীদেরকে আহবানে সাড়া দিয়ে দেশ প্রেমের নজির স্থাপনে অনুরোধ করা হচেছ।

শর্তঃ ডিম পচা অথবা ভাল তা বিবেচ্য নয়, কিন্তু ডিমের খোলশ ব্যবহারের পূর্ব পর্যন্ত যথাযথ থাকতে হবে।

বিষয়: বিবিধ

২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File