তেতুলের সে কাল এবং এ কাল (একটি ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২০ আগস্ট, ২০১৩, ০৩:৪০:৩৭ রাত

সেকালের তেতুলঃ



সেকালের তেতুলের রং রূপ আর পোষাক একই ধরণের। তাই সে কালের তেতুল সম্পর্কে জানতে এই একটি ছবিই যথেষ্ট।

একালের তেতুলঃ

একালের তেতুলের রং রূপ আর পোষাকে আছে ভিন্নতা। তাই মাত্র ১টি ছবি দিয়ে তা বুঝানো সম্ভব নয়। তাই ভিন্ন মাত্রার এই ছবি ব্লগ

শাহবাগের তেতুলঃ



পুলিশের ঘরের তেতুলঃ



কষ্ট শিল্পী তেতুলঃ



আসিফ নজরুলের তেতুলঃ



নাইমুল ইসলামের তেতুলঃ



জাতির জনকের তেতুলঃ



ডঃ ওয়াজেদ সাহেবের তেতুলঃ



মেজর জিয়ার তেতুলঃ





জেনারেল এরশাদের তেতুলঃ





তারেক রাহমানের তেতুলঃ



জয়ের তেতুলঃ





গোলাম আযমের তেতুলঃ

ওটা প্যাকেট করা, সুসংরক্ষিত। তাই প্রকাশ করা গেল না।

নিজামীর তেতুলঃ

(অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায়নি)

প্রয়াত লেখক হুমায়ুন আহমদের তেতুলঃ



জীবন বাঁচানোর তাগিদে যারা তেতুলঃ



সুপ্রিয় পাঠক! সমাজে প্রচলিত এই তেতুল গুলোর উপস্থাপনায় আধা শিক্ষিত মানুষ কেবল কপি পেষ্ট করেছেন মাত্র। যাবতীয় কৃতজ্ঞতা গুগল মামাকে।

বিষয়: বিবিধ

৩৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File