আমি এখন সকাল বেলা পাখি
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৩ জুন, ২০১৩, ০১:৫৫:০৯ দুপুর
আমি এখন সকাল বেলার পাখি,
রোজ বিহানে সকলেরে নামাযেতে ডাকি।
আমি এখন সকাল বেলার পাখি,
কুরআন পড়ি উঁচু সুরে জানার অনেক বাকী।
আমি এখন ভাবতে আছি বসে,
চলার পথে পড়ে গেলাম পিছে।
যেতে হবে অনেক দূরে,
নাইলে জীবন মিছে।
আমার কাছে এখন অনেক কাজ,
গড়তে হবে মহান রবের রাজ।
চারদিকে আজ গুলা বারুদ সাজ,
তবুও মোর চলতে হবে আজ।
আমার চলার শেষ ঠিকানা,
হয়ে গেছে বিষম জানা,
চলতে তাই মানিনা মানা,
চলার জন্য হয়ে দিওয়ানা।
এই পথেতে চলে মালিক ভাই,
এই ধরণীর বুকে সে আর নাই।
আমি চলবো তার চলার পথে,
যে পথের মাথা জান্নাতে।
তুমিও চলো ঐ খানেতে ভাই,
ঐ খানেতে একা যেতে নাই্
নুরু পুশি সবাই মিলে চলি,
দ্বীনে পথে রবের কথা বলি।
সত্য পথে সত্য মতে যাবো,
হক হালাল চিনে মেনে রবো।
এই পথেই চলতে নাহি নিদ,
এই পথেই হবো ভাই শহীদ।
বিষয়: বিবিধ
১৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন