বাকপ্রবাস আর মইনুল-এর সাথে ব্লগ নিয়ে ব্লগর ব্লগর

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৮ মে, ২০১৩, ০২:০৪:১৯ দুপুর

সোমবারের রাত ৯টা। ২৭শে মে ২০১৩

কাতারের শিল্প নগরীর আল আতীয়া মার্কেটের মধুবন হোটেল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওখানেই আমরা দেখাদেখি হওয়ার কথা।

ওরা ২জন (বাকপ্রবাসমোঃ মঈনুল ইসলাম ) আগেই এসেগিয়েছিল। আমি হাজির হলাম একটু খানি পরে। প্রথমেই কুলাকুলি।

আধা শিক্ষিত মানুষের সাথে শিক্ষিত মানুষ গুলোর মুলাকাত। অনেক আবেগ অনেক উচ্ছাস।

মানুষ আধা শিক্ষিত হলেও তিনি বয়সে পরিপূর্ণ। মানে বাকপ্রবাস আর মইনুলের চেয়ে বয়সে অনেক অনেক বড়। তাই কথোপকথনে আধিপত্য বিস্তার করে রাখলেন আধা শিক্ষিত মানুষ।

কি দিয়ে শুরু হবে?

শুরু হলো ব্লগ নিয়েই। তবে এসবি দিয়ে। মন থেকে এসবিকে কেউ যেন ভূলতে পারছেনা। এসবির অভিজ্ঞতা আর সুবিধা অসুবিধার সাথে এসবির যাদেরকে এখন টুডেতে পাওয়া যাচ্ছেনা-আলোচনা হলো তাদের নিয়ে।

বলা হলোঃ ব্লগ এখন একটা বিনোদনের মাধ্যমও বটে। টিভিতে দেখা যায় কিন্তু দর্শন কিছু বলতে পারেনা। কিন্তু ব্লগ এমন মাধ্যম যাতে পাঠক সাথে সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে।

ব্লগ নিয়ে কথা বলতে গিয়ে ওটাকে আমরা বিনোদন হিসাবে আখ্যায়িত করলাম। বিনোদন দুই ধরণের। ১, সুস্থ বিনোদন। ২. অসুস্থ বিনোদন।

আমরা একমত হলাম যে, আমরা সুস্থ বিনোদনের চর্চা করবো।

কিন্তু প্রশ্ন জাগলোঃ সুস্থ বিনোদন কত ধরণের। ওখানে আবার ২ ধরণের । ১. সুস্থ বিনোদন-কিন্তু লক্ষ্যহীন। ২. সুস্থ বিনোদন-কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যে।

তাহলে আবার প্রশ্নঃ আমরা কোন দিকে যাবো?

উত্তর একটাই। আমরা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে যাবো। কিন্তু সেই লক্ষ্য কি?

হ্যাঁ! আমরা একমত হলাম।

১. আমরা ব্লগিং করবো সুস্থ বিনোদনের জন্য।

২. আমরা ব্লগিং করবো একটি লক্ষ্য নিয়ে আর তা হলো সত্য আর সুন্দরের প্রতিষ্ঠা।

৩. আমরা সত্য ও সুন্দরের পক্ষের পোষ্ট গুলোকে উৎসাহ দেবো। অসত্য আর অসুন্দরের পক্ষের পোষ্ট গুলোর ব্যাপারে আমরা নিরব থাকবো।

৪. আমরা আমাদের মতের পক্ষে নয় এমন ব্লগারদের আপন করতে কাজ করে যাবো। তাকে তিরস্কার করবোনা। বরং তার ভাল পোষ্ট গুলোর প্রশংসা করবো।

৫. আমরা স্থানীয় ব্লগারদের মাঝে একটি সম্পর্ক গড়ে তুলবো।

৬. আমাদের যাবতীয় তৎপরতার আমাদের স্রষ্টার গোলামীর উদ্দেশ্যে নিবেদন করবো।

ব্লগর ব্লগর করতে করতে হঠাৎ দেখতে পাই রাত অনেক হতে চলছে। মধূবন হোটেলের সেই মজাদার নানরুটি আর বকরীর মাথার গভীর থাকা মগজ দিয়ে সেরে নিলাম উদর পূর্তির পর্বটা। সাথে মিষ্টি মুখ।

অবশেষে

অবশেষে হাজির হলেন ব্লগার ইকবাল আর হুমায়ুন। তখন আমাদের ব্লগর ব্লগর শেষ ক্ষণে।

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে আবারও মিলিত হবো কোন এক সময়ে সেই প্রত্যাশা রেখে চলে গেলাম যে যার পথে।

বিষয়: বিবিধ

১৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File