এবার আমাদের দাবি....
লিখেছেন লিখেছেন দেবা ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩১:১০ বিকাল
এবার আমাদের দাবি নাস্তিকদের ফাসি চাই। ফেইসবুকে প্রধানমন্ত্রীর মৃতু্ কামনা করলে যদি তাকে গ্রেপ্তার করা হয়, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে যদি দেশ-দ্রোহীতা হয় আর সমগ্র মুসলীম জাহানের নয়নমণি, দোজাহানের সর্দার, আল্লাহর হাবীব হযরত মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কথা বললে, উনার বিরুদ্ধে কোন কিছু প্রকাশ করলে কেন তাদের বিচার হবে না। আমাদের দাবি এখন একটাই। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের(সঃ) সাথে বেয়াদবি করেছে এবং উল্টা পাল্টা লেখেছে সেইসব নাস্তিকদের আমরা ফাসি চাই। অন্যথায় চারদিকে প্রবল আন্দেলনের ঝড় উঠবে, যা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো দূরের কথা, আপনার শাহবাগ/নাস্তিক আন্দোলন এমনকি আপনার সোনার ছেলে ছাত্রলীগরাও সামলাতে পারবে না। আমরা জিহাদ করে মরতে রাজি আছি। কিন্তু আমাদের আল্লাহ এবং রাসূলের অপমান আমরা সইব না।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন