ডাক্তার কে হবে?
লিখেছেন লিখেছেন শিখা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩৯:৩৯ রাত
একজন বলেছেন লাকির জন্য পুরুষ ডাক্তার পাঠাবে। কথা হলো কে হবে সেই পুরুষ ডাক্তার? সে কি জামায়াত শিবিরের ডাক্তার হবে। যদি তাই হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই । কারণ একাত্তরেও তো তারা আমাদের মা-বোনদেরকে ধর্ষণ করেছে। তাদের সেই পুরোনো অভ্যাস কি আর বদলাই। আগে করেছে নিজামী মুজাহিদের দল। আর এখন করবে নব্য মুজাহিদের দল। তবে সাবধান, বাংলার তরুণেরা, নবীন মুক্তিযোদ্ধারা তাদেরকে প্রতিহত করবেই। তাদেরকে পাকিস্তানে পাঠাবেই। ভই নেই লাকী ভয় নেই। তোমার কণ্ঠ শুধু তোমার না। বাংলা মায়ের সব সন্তানের কণ্ঠই তোমার মাধ্যমে আওয়াজ তুলছে। রাজাকার নিপাত যাক, তাদের দোষররা নিপাত যাক। এগিয়ে যাও তুমি।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন