রাজাকার! রাজাকার!!
লিখেছেন লিখেছেন শিখা ১০ জুলাই, ২০১৩, ০৯:৩২:৫৯ রাত
হাজার হোক অন্যায়, হাজার হোক দূনীর্তি,লুটপাট, দলীয়করণ কিছুই বোলোনা। সহ্য করে যাও। ক্ষমতায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ওগুলো একটু আধটু না করলে কি দেশপ্রেমিক হওয়া যায়??? কোটা তো মামুলি ব্যাপার, আরো কিছু পারলে করতে দাও। মেধাবীদের দিয়ে কী হবে?? দুর্ভাগ্য অনেকের, যাদের রাজাকার কোটা নেই আবর মুক্তিযুদ্ধ কোটাও নেই। যাদের কোনো কোটা নেই তারা যান শাহবাগ। দেখেন কী রব ওঠে..... রাজাকার! রাজাকার!!! এতো সব রাজাকারের বাচ্চা হে!!!!
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন