কালোদের কোথাও জায়গা নেই!

লিখেছেন লিখেছেন শিখা ০৯ জুলাই, ২০১৩, ০১:২৪:১৯ রাত

কালো মানুষের কোথাও জায়গা নেই, আরো যদি হয় সে মেয়ে। বাংলাদেশর অনেক স্বঘোষিত বুদ্ধিজীবীদের কথা-কাজে মিল নেই। টেলিভিশন মিডিয়া নিজেদেরকে প্রগতিশীল, বৈষম্যের বিরুদ্ধ শক্তি বলে জাহির করে। কিন্তু, তারা সচেতন ভাবেই বর্ন-বৈষম্য লালন করে যাচ্চেন। টেলিভিশন মিডিয়া আবার বর্ণ-বৈষম্য করল কোথায়? টিভি সেটের সামনে বসে যান, কোনো সংবাদ প্রচার হচ্ছে কিনা দেখুন। কী দেখবেন? দেখবেন দুধে আলতা গায়ের বরণ রুপ, হরিণীর মতোন চোখ, সুডোল বাহু, উচ্চ বক্ষ বিশিষ্ঠ সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করছেন। বিশ বছর সংবাদ শ্রোতা হিসেবে টিভিতে কোনো কালো মেয়েকে সংবাদ পাঠ করতে দেখিনি। দেশ ইসলামী ভাবধারার লোকেদেরও টিভি চ্যানেল আছে। ইসলামীকরনের জন্য সংবাদ পাঠিকাদের গায়ে বোরকা জড়ানো হয়েছে। কিন্তু তাদেরও চাই সাদা মানুষ । রোরকার ফাঁক ফোঁকড় দিয়ে যেটুকু শরীরের অংশ দেখা যায় সেটুকুও হতে হবে ফর্সা, হুরের মতন। তাই মনে হয়, এ জগতে(বাংলাদেশে ) কালোদের জায়গা অন্তত টিভি পাঠিকাদের জন্য বরাদ্দ নেই।

বিষয়: বিবিধ

১৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File