পৃথিবীর জন্য উল্কা কতটা বিপজ্জনক?

লিখেছেন লিখেছেন শরীফযিকাওসার ২০ মার্চ, ২০১৩, ০৩:৫৭:৪৯ দুপুর



গত ১৫ ফেব্রুয়ারি রাশিয়ার উরাল অঞ্চলের আকাশে উল্কাপাতে সৃষ্ট ঘাত-তরঙ্গে (শক ওয়েভ) প্রায় এক হাজার ২০০ মানুষ আহত ও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নাসা জানায়, উল্কাপিণ্ডটি ঘণ্টায় প্রায় ৪৪ হাজার মাইল বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং মাত্র ৩২.৫ সেকেন্ডের মধ্যেই ভূপৃষ্ঠ থেকে ১৫ মাইল ওপরে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই সূর্যের চারদিকে পরিভ্রমণরত একটি ছোট গ্রহের মতো বস্তু পৃথিবী থেকে মাত্র ১৭ হাজার ২০০ মাইল দূর দিয়ে নিরাপদে চলে গেছে। নাসার হিসেবে এ ধরনের বড় গ্রহাণু গড়ে ৪০ বছরে একবার করে পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, আর প্রায় এক হাজার ২০০ বছরে অন্তত একটি বড় উল্কা পৃথিবীর দিকে আসে। এখন প্রশ্ন হলো, এসব গ্রহাণু পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক? বিজ্ঞানীদের ধারণা, উল্কাপাতের কারণে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। তবে স্মরণকালে খুব বড় ধরনের উল্কাপাতের ঘটনা নেই। কোনো উল্কা পৃথিবীর দিকে আসার পথে বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ওঠে বলেই পৃথিবী রক্ষা পায়। তবে এর পরও বড় ধরনের উল্কাপাতে বিপর্যয়ের আশঙ্কা থাকে।

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File