প্রশ্ন:(১) ১ ওয়াক্ত নামায অনাদয় কারী কি মুসলীম থাকতে পারবেন?
লিখেছেন লিখেছেন শাহরিয়ার ১৩ জুন, ২০১৩, ০৯:৪৩:৪৩ রাত
উত্তর:কেউ যদি ১ ওয়াক্ত নামায ইচ্ছাকৃত ভাবে (অনিয়মিত ঘুম বা হঠাত ভুলে গেলে বভন্ন কথা) আদায় না করে তবে সে কুফরী করল।এ অবস্হায় মৃত্যু হলে সে জাহান্নামী।
দলীল:সনদ না দিয়ে মতন দিলাম।
১.মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য নামায।(মুসলীম,নাসায়ী,তীরমীযী,আবু দাউদ)
২.যে ইচ্ছাকৃত ভাবে নামায ত্যাগ করল সে আল্লাহর যিম্মাদারী হতে বের হয়ে গেল।(বুখারী,মুসলীম)
৩.যে ইচ্ছাকৃত ভাবে নামায ত্যাগ করল তার উপর আল্লাহর কোন দায়িত্ব থাকেনা।(আহমাদ)
৪.যে নামায ত্যাগ করল তার কোন ধর্ম নেই (বায়হাকী)
৫.হযরত আলী রা. বলেন,যে নামায পড়েনা সে তো কাফের।(তীরমীযী)
অত্যন্ত দু:খ জনক যে,আমাদের দেশে কতক মূর্খের কারনে নাস্তিকরা ক্ষমতায় গিয়ে আজ ইসলামী শিক্ষাকে ট্যাবু করে রেখেছে।তাই আমরা ইসলামের ২য় স্তম্ভ সম্পর্কে খুব কমই জানি।এছাড়া আমরা এমনই এক জাতি যে,নিজেদের মত ধর্মকেও উদার ভেবে নিয়েছি।আমরা ধর্মকে বিচার করি অনুভূতি দিয়ে,মুখে স্বীকৃতির সাথে যে কর্ম দিয়ে বাস্তবায়ন করতে হয় তা ভুলেই গিয়েছি।
এবার আসি ১ওয়াক্ত নামায অবহেলাকারীর বিষয়ে:
যারা নামাযকে নষ্ট করল এবং কুপ্রবৃত্তির কামনা বাসনা অনুসুরে কাজ করল,তারা অবশ্যই "গায়"(জাহান্নামের কুপে) পতিত হবে।তবে যারা ঈমান আনে নেক কাজ করে তারা ছাড়া।(১৯:৫৯-৬০)
রাসুল সা. বলেন,নামাযকে নষ্ট করার অর্থ হলো নিদিষ্ট সময় থেকে বিলম্ব করা।
আর কুপ্রবৃত্তির কামনা বাসনা হলো দুনিয়াবি কোন বিষয়ে মগ্ন থাকা।লেখাপড়া,খোশগল্পে,চাকরি ইত্যাদি।
আসুন আমরা ৫ ওয়াক্ত নামায সম্পকে সতর্ক হই।
পরবর্তি পোষ্ট:জামায়াতে নামায পড়া কি ফরয?
*পড়ার আমনএন রইল।
বিষয়: বিবিধ
১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন