বাহ।ভালোতো.....ভালোনা.......!!

লিখেছেন লিখেছেন শাহরিয়ার ০৫ জুন, ২০১৩, ০৩:০৭:২৩ দুপুর

বাহ।ভালোতো.....ভালোনা.......বিশ্বের ৩য় বৃহত মুসিলম দেশে গুটিকয়েক সমকামী বিবেকহীন ভাবে যা তা বলে বেড়াচ্ছে।এর নামই তে্া স্বাধীনতা!!চমতকার।

দীপু মনী,

আপনাকে বলার মত কিছুই নাই।আপনারা সব মন্এী আর্শ্চয জনক কথা বলে জাতি থেকে বিশেষ বিশেষ উপাধি নিচ্ছেন।এতে লজ্জার বদলে আপনাদের গর্বিত মনে হচ্ছে।এমন কথা কেন বলেন যা সমাজ allow করেনা।নিজেকে হাস্যকর ভাবে কেন উপস্হাপন করেন?

এর চেয়ে চুপ থাকা কি শ্রেয় নয়।

সংবিধান নাকি সমকামীতা সাপোর্ট করে।সংবিধাণের কি বুঝেন?অন্যান্য দেশে আইন পাশ করতে হচ্ছে,আর এদেশে নাকি তা পাশ হয়েই আছে।

লেখিকাকে বলছি,

আপনি কি মনে করেন আপনি সুস্হ?পশুদের সমকামীতার উদাহরন দিলেন। আপনি কি মানুষকে পশু মনে করেন?এ ভদ্র সমাজের কেউ তা মনে করেনা-এটােতা আপনি জানেন।তাহলে এসব উদ্ভট কথা কেন বলেন?

পশু কি জানে সমকামিতায় এইড্স হয়।পশুদের আইন-বিচার নাই।সে অর্থে তারা স্বাধীন ও হিংস্র।আপনারা কি সেই সমাজ চাচ্ছেন?তাহলে আবার ধোঁকা দিয়ে মানুষকে শান্তির কথা বলেন কেন?

সাস্হের জন্য সমকাম ভালো।কোন ডাক্তার একথা বলেছে?মানুষকে কি বোকা ভাবেন?গোয়ারের মত যুক্তি দিয়ে নিজেকে কি অন্য কিছু ভাবেন।পশুদের সমকামিতা আপনাদের অনুপ্রানিত করেছে,এরুপ কথা ভাবতেও তো কষ্ট হয়।লজ্জা বলেও তো মানুষের কিছু একটা থাকা উচিত।নাকি আপনাদের তা মনে হয়না?"যৌন সমাজ" গঠনে এত উতসাহ কেন আপনাদের?এসব বস্তাপঁচা কথা মানুষ আনন্দ চিত্তে মেনে নেবে ভেবেেছন?ভাগ্যিস তসলিমার যুগ পান্নাই।সেই প্রশাসন ও নাই।সমাজের বিবেকবানরাও চুপসে আছে।তবে জেগে থাকা সাধারন লোকগুলোকে ধন্যবাদ জানাই।যদিও বা এদের তেমন কিছুই হবেনা।কিছূদিন চুপ থাকার পর আবার কোন একটা উল্টাপাল্টা বক্তব্য নিয়ে হাজির হবে,যতদিন না এদের সামাজিক ভাবে বয়কট করা যাবে।

বিষয়: বিবিধ

১৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File