জনগণের বেতনভুক্ত কর্মচারী হয়ে গেজেট প্রকাশের আগে শুভেচ্ছা বহু প্রশ্নের জন্ম দেয়।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ জানুয়ারি, ২০১৯, ০৩:৪৪:২৩ দুপুর
আস্থার প্রতিদান দিয়েছে! ভাবতেই অবাক লাগে.. এইসব বাহীনির দায়িত্ব ছিল নিরপেক্ষ নির্বাচন করার!
রাজনৈতিক যুক্তি এবং আইনি ব্যাখ্যায় যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই এমপিদের নির্বাচনে প্রধান মন্ত্রী হলেই কেবল এমন গণহারে বাহিনীর ফুল দিয়ে শুভেচ্ছা দেয়ার প্রচলন আছে। কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধানকে এমন ফুল দিয়ে শুভেচ্ছা শতভাগ নিশ্চিত করে সব কিছু আগেই সাজানো। হাজার কোটি টাকা খরচ + লুট + দুর্নীতি করে হজমের নির্বাচনে এসব বাহিনীর গহনযোগ্যতা জাতির কাছে লজ্জার প্রহসনের।
[q][/q]
৩০ তারিখ হলো নির্বাচন। শেষ হলো বিকেলে। এর পর দিন মাত্র কয়েকঘন্টা পর শুভেচ্ছা। তাহলে এটাই প্রমান করে আগেই সাজানো ছিল সব নীলনকশা।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন