হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনের শিরোনাম, 'তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপন আটক আর গুম',
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৬ জুলাই, ২০১৭, ০১:০৬:১৯ দুপুর
Bangladesh: End Disappearances and Secret Detentions
Ensure Justice, Answers for Rights Abuses
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ২০১৩ সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করে গোপন স্থানে রেখেছে বলে একটি প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যাদের মধ্যে কয়েকজন বিরোধী নেতাও রয়েছেন।
৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনের শিরোনাম, 'তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপন আটক আর গুম', যেখানে অন্তত ৯০ জনের তথ্য রয়েছে, যাদের শুধুমাত্র ২০১৬ সালেই গুম করা হয়েছে।প্রতিবেদন তৈরি করতে গিয়ে নিখোঁজ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীসহ ১০০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে পুলিশের কাছে করা অভিযোগ ও অন্যান্য আইনি কাগজপত্রও রয়েছে। সংস্থাটি বলছে, এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলেও তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ ধরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোন অভিযোগও গ্রহণ করে না পুলিশ।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে এসব অভিযোগ তদন্ত করার আহবান জানানো এবং ন্যায়বিচার নিশ্চিত করা।
হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ব্রাড অ্যাডামস বলছেন, 'বাংলাদেশের সরকার এমনকি এসব অভিযোগ নাকচ না করে নীরব থাকছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও চুপ করে থাকছে। এই নীরবতার অবসান হওয়া উচিত।
নিখোঁজের বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ থাকলেও, বাংলাদেশের সরকার এই বিষয়ে আইনের খুব একটা তোয়াক্কা করছে না', বলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ
যুক্তরাষ্ট্র ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি বলছে, এ ধরণের আটকের ঘটনা সবসময়ে অস্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তারাও তাদের এই দাবির সমর্থন দিয়ে আসছেন। বরং কখনো কখনো উল্টো বলা হয় যে, এসব ব্যক্তিরা নিজেরাই লুকিয়ে রয়েছেন।
৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনের বাংলা কপি
বিষয়: বিবিধ
১৯৮০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন তো গুম হওয়াদেরকে বিভিন্ন অপারেশন এর নাম করে মেরে ফেলে জঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
গুম হওয়াদের আপনজনেরা আগে তাদের হারিয়ে যাওয়া লোকদের ছবি নিয়ে প্রেস কনফারেন্স করতো । এখন তো জঙ্গীর লালন পালনকারী হিসেবে চিন্হিত হবার ভয়ে স্বীকারও করবে না যে নিহত লোকটি তারই গুম হয়ে যাওয়া আপনজন।
মন্তব্য করতে লগইন করুন