ভারত সফরে বিপুল পরিমাণ উপহার সামগ্রী নিয়ে এসেছেন শেখ হাসিনা।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৮ এপ্রিল, ২০১৭, ০১:০৯:০৮ দুপুর

প্রণব মুখার্জির জন্য তি-রি-শ কেজি ইলিশ নিয়ে দিল্লি এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে, মন্ত্রী প্রণব মুখার্জির সরকারি বাংলোয় বহুবার এসে থেকেছেন শেখ হাসিনা। প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যখন, প্রায় ৫ বছর পূর্বে সেই সময় শেখ হাসিনা নিজের হাতে রান্না করে তাকে খাইয়েছিলেন।ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য শেখ হাসিনা পাঞ্জাবি, ধুতি এনেছেন।মেয়ে শর্মিষ্ঠার জন্য এনেছেন রাজশাহী সিল্কের শাড়ি।ভারতের প্রধানমন্ত্রীর জন্য ‘নরেন্দ্র মোদি’ নাম লেখা চামড়ার ব্যাগ ও পছন্দ মতো মানানসই পাঞ্জাবি, চুড়িদার ও ‘জওহর কোট’-এর সঙ্গে মিস্টি থাকছে।

এছাড়া মিস্টি তুলে দেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর হাতেও। সেই সঙ্গে ​সোনিয়া ও কন্যা প্রিয়াঙ্কার জন্য এনেছেন রাজশাহী সিল্কের শাড়ি। রাহুলকে দেবেন পাঞ্জাবি ও চুড়িদার

সূত্র: আনন্দবাজার

http://www.thedailysangbad.com/first-page/2017/04/08/111452

সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত ঘোষণা করেছে, বাংলাদেশের শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে দুই দেশের মধ্যে দুটি প্রতিরক্ষা সমঝোতা স্বাক্ষরিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে,

একটি দু’দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে একটা নির্দিষ্ট কাঠামোর ভেতর নিয়ে আসবে। আর অন্যটি হবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা সংক্রান্ত। তবে তিস্তা নিয়ে এই সফরে চুক্তির সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়ে ভারত এটাও জানিয়েছে যে, এই নদীর পানি ভাগাভাগি নিয়ে দেশের ভেতরে কোনো ঐকমত্যে এখনও পৌঁছানো যায়নি। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছিল, শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের মধ্যে কোনও প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা হবে কি না, বা হলেও কী আকারে হবে। শেখ হাসিনার ভারতে পা-রাখার ঠিক আগের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়ে দিল ঢাকা ও দিল্লির মধ্যে প্রতিরক্ষা সমঝোতা হচ্ছে - আর একটি নয়, বরং দুটি।

সফরে এ দুটি সমঝোতা স্মারকসহ ২০টির বেশি চুক্তি ও সমঝোতা হবে।

বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382584
০৮ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:১৮
হতভাগা লিখেছেন : কিছু পেতে চাইলে তো কিছু দিতেই হয়
382587
০৮ এপ্রিল ২০১৭ রাত ০৮:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটািই তো দিয়া দিল!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File