ওয়াজ করে ১০ হাজার টাকা হাদিয়া পেলেন শামীম ওসমান

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:০৮:৫৯ রাত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান জীবনে প্রথমবারের মতো ওয়াজ করে ১০ হাজার টাকা হাদিয়া পেয়েছেন।

শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনসি আলিম মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন তিনি।

শামীম ওসমান রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরার আয়াত বাংলায় তরজমা করে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষ করার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার সংসদ সদস্য শামীম ওসমানের হাতে ১০ হাজার টাকা হাদিয়া তুলে দেন।

আব্দুল মতিন মাস্টার বলেন, ওয়াজ মাহফিলে বক্তাদের হাদিয়া দিতে হয়। পবিত্র কোরআন হাসিদের আলোকে বক্তব্য দেয়ায় শামীম ওসমানকে এ হাদিয়া দেয়া হয়েছে।

পরে শামীম ওসমান ওই হাদিয়ার টাকা শিমরাইল জামে মসজিদের ইমাম সাহেবের হাতে মসজিদের উন্নয়নে খরচ করতে দান করে দেন।

শামীম ওসমান বলেন, জন্মদাত্রী মা কষ্ট করে যে সন্তানকে জন্ম দিয়েছে, সে সন্তান খায় মাদক। যে বাড়িতে একটা ছেলে মাদক খায় সে বাড়ি দোজখ হয়ে যায়। মৃত্যুর পর একদিন হিসাব দিতে হবে এটা আমরা মনে করি না। এ কারণে মানুষ মাদক বিক্রি করে, সন্ত্রাস করে অবৈধভাবে টাকা কামাতে উঠে পড়ে লাগে।

আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382028
২৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:৩৪
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : মাদক ব্যবসার গডফাদার ও নিজেই। নুর হোসেনের মাদক ব্যবসার টাকা উনার পকেটে নিয়মিত যাইত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File