বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে এবার বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে ভারতের পেট্রোপণ্য
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৭:১২ দুপুর
বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে এবার ভারতের আসাম থেকে পেট্রোল, ডিজেল ও গ্যাস যাবে ত্রিপুরা রাজ্যে। আগামীকাল বৃহস্পতিবার ১০ গাড়ি ভর্তি পেট্রোল, ডিজেল ও গ্যাস ত্রিপুরায় প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পণ্য পারাপার শুরু হবে। আজ মঙ্গলবার ত্রিপুরার ’দৈনিক দেশের কথা’ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
পত্রিকার খবরে আরো বলা হয়েছে, ভারতের আসাম রাজ্য থেকে সিলেটের ডাউকি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ৯টি পেট্রোপণ্যের ট্যাংকার ও রান্নার গ্যাসের একটি বুলেট নিয়ে ১০টি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে সড়ক পথ ব্যবহার করে সরাসরি মৌলভীবাজার সমসের নগর চাটলা স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় চলে যাবে। আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটানা এই পেট্রোপণ্য যাবে আসাম থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায়। বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে এটি হবে পেট্রোপণ্যের প্রথম চালান।
খবরে আরো বলা হয়েছে, ভারতের আইওসি নামে একটি প্রতিষ্ঠান নিজেদের ট্যাংকার দিয়ে এই পেট্রোপণ্য পারাপার করবে। সিলেট ডাউকী স্থলবন্দর দিয়ে এই পণ্য প্রবেশের পর মৌলভীবাজার বাইপাস হয়ে সমসের নগর চাতলাপুর স্থলবন্দর অতিক্রম করে ত্রিপুরার কৈলাসহর মনু স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় প্রবেশ করবে।
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন