শেখ হাসিনা বলেছেন - 'আমার কিছু আসে যায় না। বেশি কথা বললে সব বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিলে আর বিদ্যুৎ পাবে না।'রামপালের ধোঁয়া মুখের ময়লা পরিষ্কার করবে।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ আগস্ট, ২০১৬, ০২:০৯:৩০ রাত
শেখ হাসিনা বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুন্দরবনের ক্ষতি হবে না ।
গতকাল তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিকালে ওই সংবাদ সম্মেলনে দেড় ঘণ্টারও বেশি সময় নিয়ে রামপাল বিরোধীদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন শেখ হাসিনা ।
এতো দিন আগে এই প্রকল্প নেয়া হলেও এই সময়ে তাদের বিরোধিতা ষড়যন্ত্রমূলক। যারা রামপালবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করছেন তাদের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেছেন, রামপাল নিয়ে যারা যড়যন্ত্র করছেন তাদের খুঁটির জোরের সূত্র আমরা পেয়েছি।
শেখ হাসিনা বলেন, 'অন্তত এ বিশ্বাসটুকু আমার ওপর রাখা উচিত যে, পরিবেশগত কোনো ক্ষতি হলে আমি এটি (রামপাল বিদ্যুৎকেন্দ্র) হতে দিতাম না।'
সমালোচকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 'আমার কিছু আসে যায় না। বেশি কথা বললে সব (বিদ্যুৎ প্রকল্প) বন্ধ করে দিলে আর বিদ্যুৎ পাবে না।'
আন্দোলনকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, 'গাড়িবহর নিয়ে যে লংমার্চ, সমাবেশ করছে, তার ফুয়েল (অর্থ) কোথা থেকে পাচ্ছেন? কে যোগান দিচ্ছে; অর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন?'
http://www.jugantor.com/online/national/2016/08/27/23424/
https://shar.es/1w5LJ2
RAMPAL POWER PLANT: PM rules out any harm to Sunderbans http://newagebd.net/248872/rampal-power-plant-6/
http://mzamin.com/article.php?mzamin=29206
রামপালের ধোঁয়া মুখের ময়লা পরিষ্কার করবে : প্রধানমন্ত্রী
http://www.kalerkantho.com/online/national/2016/08/27/398541
বাংলাদেশের জনগণের বক্তব্য - ভারতের এনটিপিসি কোম্পানি ভারতের এই কোম্পানি বিভিন্ন জায়গায় প্রকল্প করতে চেয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় তারা বাধা পেয়েছে।
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।
২০০৭ সালে ভারতের রাজীব গান্ধী ন্যশনাল পার্ক থেকে ২০ কিমি দূরে ১০০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করে, কিন্তু জনগনের বিরোধিতার কারনে ২০০৮ সালে এই প্রকল্প বাতিল করতে বাধ্য হয় ভারত সরকার।
" দ্য হিন্দু, ৮ অক্টোবর ২০১০ সালের খবরের শিরোনাম ছিল - ভারতের এনটিপিসি তার নিজ দেশ ভারতের মধ্যপ্রদেশে ১৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়ে সরাসরি এবং তদন্তের বিশ্লেষণে প্রত্যাখ্যাত হয়েছিল (NTPC's coal-based project in MP turned down অর্থাৎ " এনটিপিসি'র কয়লা ভিত্তিক প্রকল্প বাতিল।
কৃষি ও পরিবেশগত সমস্যা হবে, সে কারণেই ভারত সরকার এনটিপিসির প্রস্তাব বাতিল করে দেয়। ২০০৭ সালে রাজীব গান্ধী ন্যশনাল পার্ক থেকে ২০ কিমি দূরে ১০০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করে, কিন্তু জনগনের বিরোধিতার কারনে ২০০৮ সালে এই প্রকল্প বাতিল করতে বাধ্য হয় ভারত সরকার।
পরিবেশবিদ, চিন্তাবিদ, দেশীয় ও আন্তর্জাতিক গবেষকেরা পর্যন্ত এ বিদ্যুৎ প্রকল্পের জায়গার বিরুদ্ধে মত দিয়েছেন। এরপরও শেখ হাসিনা সরকার গায়ের জোরে সেটি করছে। দেশের স্বার্থ রক্ষায় ভারত নিয়ন্ত্রিত আওয়ামীলীগের সরকার জনগণের দাবির প্রতি কর্ণপাত করছে না।
যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ভারতে নিষিদ্ধ , সেই প্রকল্প বাংলদেশে বুকে কার স্বার্থে ?
বিষয়: বিবিধ
১৮৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে মানুষ থাকলে এ ডাইনি কিভাবে দেশের মানুষকে হুমকি দেয়? তাই বলি বাংলাদেশে এখন আর মানুষ নেইl
পশুর দেশের ইতর মন্ত্রীতো ইতরের ভাষায় কথা বলবেইl
০ উনি সঠিকভাবেই বুঝেছেন বাংলাদেশীদের মন ও মনন ।
মন্তব্য করতে লগইন করুন