পিস টিভি নিয়ে ষড়যন্ত্র এবং স্টার জলসার সমর্থন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৯ জুলাই, ২০১৬, ০৪:১১:৪২ বিকাল



বিভিন্ন ভাষায় প্রায় ৯৫ কোটি দর্শক পিস টিভি দেখে।

কিন্তু সব চেয়ে সমস্যা হচ্ছে স্টার জলসা মার্ক লম্পটদের। পৃথিবীর সব বাজে , নুংরামী , অসামাজিক কার্যকলাপ প্রচার হয় ভারতের স্টার জলসা মার্কা চ্যানেল গুলোতে। এরই মধ্যে বাংলাদেশে ভারতের স্টার জলসা মার্কা চ্যানেল দেখে কয়েক জন আত্ব হত্যা করেছে। এমনকি ভারতের স্টার জলসা মার্কা চ্যানেল সিরিয়াল দেখতে না দেয়া , না দেখার কারণে ঝগড়া করে কয়েকজন নিহিত , আত্ব হত্যা করেছে। ভারতের স্টার জলসা মার্কা চ্যানেল দেখে পাখি ড্রেস না পেয়ে কয়েকজন আত্ব হত্যা করেছিল।

তখন তো তথা কথিত মানুষ গুলো বাংলাদেশে ভারতের স্টার জলসা মার্কা চ্যানেল বন্ধের দাবি করেনি। কারন এখানে প্রায় উলঙ্গ নারীদের দেহ দেখা যায়। সেই সাথে অসামাজিক কাজের মসলা আছে।

অন্য দিকে কিছু কথিত মোল্লাদের সমস্যা হচ্ছে কি জানেন ?>

ডাঃ জাকির নায়েক তার বক্তব্যে আইএস কে নন-মুসলিম স্টেট বলেছেন। ভারত বাংলাদেশ সরকারের যৌথ অবস্থা দেখে মনে হচ্ছে আইএসের বিরোধীতা করাই ডাঃ জাকির নায়েকের অপরাধ ছিল।

পিচ টিভি মাজার পূজা , পীর পূজা , ভান্ডারী মার্ক নষ্টামী , ওরশের নামে মদ ,অসামাজিক কার্যকলাপ , গাজার আসর। পীরের মাজারে মুরিদ বাণিজ্য সহ অনেক ইসলাম বিরোধী কাজের বিরোধিতা করে ঐ সব ভন্ডদের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে পিস টিভি।

আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি পিস টিভি এক টি বাক্য উস্কানি বক্তব্য দিয়েছে।

বিশ্বের প্রায় সব দেশের গোয়েন্দারা পীচ টিভি মনিটর করে। আজ পর্যন্ত কেউ কিছু খুঁজে পায়নি।









Peace SPEAKERS

Dr Zakir Naik

India

Ahmed Deedat

South Africa

Salem Al Aamry

UAE

Assim Al Hakeem

Saudi Arabia

Abdur Rahim Green

United Kingdom

Yusuf Estes

USA

Fariq Naik

India

Yassir Fazaga

USA

Hussain Yee

Malaysia

Dr Yasir Qadhi

USA

Ismail Musa Menk

Zimbabwe

Mohammad Elshinawy

USA

Tim Humble

UK

Majed Mahmoud

USA

Tawfique Chowdhury

Australia

Dr Bilal Philips

Canada

Dr Jamal Badawi

Canada

Dr Muhammad Salaah

USA

Yahya Ibrahim

Canada

Areeb Islam

South Africa

Dr Riaz Ansary

USA

Saeed Rageah

Canada

Dr Laurence Brown

USA

Dr Jaafar Idris

Sudan

Dr Haitham Al Haddad

UK

Dr Zaghloul Al Najjar

Egypt

Mamdouh Mohamed

USA

Ahmad Ibn Saifuddin

Saudi Arabia

A. Raheem McCarthy

USA

Hussain HamedHassan -

Egypt

Yusuf Idris

Saudi Arabia

Bilal Ismail

South Africa

Alaa Al Sayed

Egypt

Gabriel Al Romaani

Romania

Rami Al Sharawneh

Sydney

Dr Ali Albarghouthi

Canada

Mufti M. Ibn Muneer

Philadelphia

Dr Jimmy Jones

USA

Zainadine Johnson

Yemen

Kamil Ahmad

Saudi Arabia

Musleh Khan

Saudi Arabia

Dr Jonathan (Yahyaa)

Cazalas-Saudi Arabia

Abdul Bary Yahya

USA

Suleiman Salem

Canada

Dr Ahsan Hanif

UK

Dr Mohammed Saeed

Saudi Arabia

Imam QasimAli Khan –

USA

Abu Suhaib

Lebanon

Ammar Amonette

USA

Waleed Basyouni

USA

Abu Abdissalam

UK

James Yee

USA

Dr Abdul Aziz AbdurRaheem -

India

Ahmed Bukhatir

UAE

Zain Bhikha

South Africa

Abdullah Rolle

United Kingdom

তর্কের খাতিরে ধরে নিলাম কেউ একজন অপরাধ করে বললো আমি জাকির নায়েকের বক্তব্য ভালো পাই।

তার পর কি জাকির নায়েকের সব বন্ধ করে দিতে হবে ?

ঢাকার গুলশান হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম, সহ ধনী পরিবারের উচ্চশিক্ষিত সন্তান। গুলশান হামলায় জড়িতদের পরিচয় যখন প্রথম প্রকাশ পেল। পাঁচ হামলাকারীর তিনজনই ঢাকার উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকার নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।শোলাকিয়ার ঈদের জামায়াতে হামলাকারীদের একজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলার সময় নিহত এই তরুণ ছিল ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তাহলে কি বাংলাদেশের সব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মত উচ্চ বেতনের বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে ?

ছাত্রলীগের ছেলেরা নিজেদের মধ্যে এক গ্রূপ আরেক গ্রূপের নেতা কর্মীদের হত্যা করছে। তাহলে ছাত্রলীগ বন্ধ হবে ?

শেখ হাসিনা খুনের আসামি ?

আওয়ামীলীগের নেতারা কোন্দলে হত্যা করছেন , তাহলে আওয়ামীলীগ বন্ধ হবে ?

হিন্দুদের জঙ্গি তান্ডবে কি তাহলে হিন্দু সংগঠন বা প্রচার মাধ্যম বন্ধ হবে ?

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/2601/muhon/78132#.V385y_krJiw

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীর পরিচয় কি ? মনে আছে জে এম বি প্রধান আওয়ামীলীগের নেতার আপন বোনের জামাই।

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/2601/muhon/78027#.V4DJdvkrJiw

এরা মাদ্রাসার ছাত্র , বিএনপি জামায়াতের কোনো নেতার কেউ না।

আওয়ামীলীগের পক্ষ থেকে বাইনোকুলার দিয়ে খুঁজে পায়নি।

গুলশানে হামলাকারী রোহানের বাবা আওয়ামী লীগ নেতা, করেছিলেন ডিসিসি নির্বাচন। তাহলে এর জন্য শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে ?

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/2601/muhon/78061#.V4DD0vkrJiw

এম কে-১১ বাংলাদেশে এলো কিভাবে ?একই দিনে আওয়ামী লীগের হাতে রকেট লাঞ্চার, জাহাজের সিগনাল লাইট উদ্ধার । জেএমবি সম্পৃক্ততায় আওয়ামীলীগ !!

‘ছাত্রলীগ যুবলীগের’ কর্মীরা সীতাকুণ্ড প্রেসক্লাবে রকেট লাঞ্চার নিক্ষেপ করলো

যুবলীগের সাংগঠনিক সম্পাদককে জঙ্গি বলা যাবে না।

যদিও একে-২২ রাইফেল সহ বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ।

একে-২২ রাইফেল এবং আরও ২২টি বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ ও তার দুই সহযোগী গ্রেফতার ।

http://www.bd-desh.net/blog/blogdetail/detail/2601/muhon/72965#.V4DJ8_krJiw

গুলশান ইস্যুতে জংগী নিবরাস ফেসবুকে জাকির

নায়েককে ফলো করতো, অতএব জাকির নায়েক

জংগীদের আদর্শে বিশ্বাসী। ফাইন, চমৎকার যুক্তি ?

তাহলে ধর্ষণের সেঞ্চুরি করা ছাত্রলীগের মানিক কোন আদর্শ কে ফলো করতো ?

লগি বৈটার তান্ডবের সরাসরি হুমকি কে দিয়েছিলেন ? তার কি হবে ?

আরো যুক্তি দেব ? কত লাখ যুক্তি লাগবে ?

স্যোসাল মিডিয়া এবং অন্যান্য বিভিন্ন প্লাটফ‌র্মে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার মধ্যে তাদের নিজেরই করা বিশ্ববরেণ্য ইসলামী দা’য়ী ডাঃ জাকির নায়েককে নিয়ে 'উদ্দেশ্যমুলক" এবং "ভুল ত‌থ্য" নি‌র্ভর সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশের বিত‌র্কীত ইংরেজি দৈনিক ডেইলি স্টার।

কিন্তু কাহিনী রটিয়ে প্রথম আলোর মতির মত বার বার তৌবা করে যে ভয়ঙ্কর খেলা করছে তার শেষ কি হবে না ?

ভণ্ডামি ছেড়ে মানুষ হতে হবে। পিস টিভি চালু থাকলে যাদের চুলকানি হয় ,এরা মানুষ কি না সন্দেহ।

বিষয়: বিবিধ

৯৬৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374243
০৯ জুলাই ২০১৬ বিকাল ০৪:৩৬
তট রেখা লিখেছেন : এটা একটা বড় সমন্বিত ষড়যন্ত্র। আর এস এস এর চোখের সামনে মানুষ জাকির নায়েকের কথা শুনে হিন্দু থেকে মুসলমান হয়ে যায়, তারা তা হতে দেবে কেন? বিশেষ করে হাতে যখন ক্ষমতা। আর আমাদের দেশে তাদের আদর্শে অনুপ্রাণিত মানুষের তো অভাব নেই। প্রকৃতই যদি সন্ত্রাস বন্ধ হয়, তাহলেতো তারা বলতে পারবেনা ইসলাম সন্ত্রাসের ধর্ম। তাই সন্ত্রাস বিরোধী মানুষ গুলোই এখন লক্ষ্য।
০৯ জুলাই ২০১৬ বিকাল ০৪:৩৮
310485
মাহফুজ মুহন লিখেছেন : পীস টিভি ভারতে বন্ধ করার জন্য কিছু লোকের বক্তব্য শুনা যাচ্ছে। কিন্তু জাকির নায়েকের কোন বক্তব্য দ্বারা সন্ত্রাসবাদ উসকে দেয়া হয়েছে, সে সম্পর্কে কোন প্রমান নাই ।
বরং স্টার জলসা মার্ক চ্যানেলে যা হচ্ছে তার ফলাফলে অসামাজিক কার্যক্রম এরই মধ্যে ভাইরাসের মত ছড়িয়ে পড়ছে।
374246
০৯ জুলাই ২০১৬ বিকাল ০৫:১১
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার লেখা।
জাকির নায়েকের কিছু হলে। সারা বিশ্বের
মুসলমান চুপ করে বসে থাকবে না।
374248
০৯ জুলাই ২০১৬ বিকাল ০৫:২৭
কুয়েত থেকে লিখেছেন : ইসলামী চেতনা হীন আলেমরাও চায় পিস টিভি বন্দ হউক। কারন তাদের ফতোয়া বাজি কমে যাচ্ছে পিস টিভির কারনে। মাজার পুজারিরা ক্ষতি গ্রস্থ হচ্ছে কারন মানুষ সচেতন হয়ে যাচ্ছে। সুতারাং পিসটিভি বন্ধ করতে হবেই। ওরা যতই বন্ধ করতে চায় প্রসার ততই বৃদ্ধি পাচ্ছে। ভালো লাগলো ধন্যবাদ
374252
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
হতভাগা লিখেছেন : উত্তরাতে পিস টিভি দেখা যাচ্ছে না ।

জাকির নায়েক বাটে পড়লে এবং পিস টিভি বন্ধ হলে লাভ হবে ভন্ড আলেম ও মাজার ব্যবসায়ীদের । ভারতে মূলত এরাই জাকির নায়েককে বাটে ফেলতেছে ।

পাখি সিরিয়াল দেখে হাজার লোক আত্মহত্যা করলেও ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হবে না বা হিন্দী সিনেমা দেখে কেউ ধর্ষন করতে আগ্রহী হলে হিন্দী সিনেমা দেখা বা আমদানী বন্ধ হবে না ।

সব কিছু এখন চলে গেছে খলদের হাতে আর খলের হয় না অভাব ছলের।

১০ জুলাই ২০১৬ রাত ০২:৪৮
310515
মাহফুজ মুহন লিখেছেন : যারা নেহাতই পীর-মুরিদি,মাজার-খাদেমি,খানকা-ফকিরি ,তাবিজ -কবজ,ঝাড়ফুক ব্যবসা করে পেট চালায়,তাদের জন্য জাকির নায়েক সত্যিই দুশমন।।
374259
০৯ জুলাই ২০১৬ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : আল্লাহর পথের পথিকদের বাধা বিপত্তি আসবেই। ধৈর্য ও ইমানের সাথে তারা বিপদ মোকাবেলা করবেন। বাংলা দেশে পিস টিভি বন্ধ হতেও পারে তবে ভারতে বন্ধ হবে না। অন্যান্ন দেশেও বন্ধ হবে না।।
374282
১০ জুলাই ২০১৬ সকাল ১০:১৮
নূর আল আমিন লিখেছেন : অসাধারণভাবে বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ, স্যার। কিন্তু কবী সমাজ এখানেই নিরব
374286
১০ জুলাই ২০১৬ সকাল ১১:১২
মোস্তফা সোহলে লিখেছেন : ভারত সরকার কখনই চাইনা ইসলাম প্রচার বাড়ুক। তাই ইসলামের প্রচারকে রুখতে এই ষড়যন্ত্র।
374291
১০ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৩
পললব লিখেছেন : সত্য যখন উন্মোচিত হচ্ছে, দলে দলে মানুষ ডাঃ জাকির নায়েকের হাতে মুসলিম হচ্ছে, মাজার পূজারী, পীর দরবারী, ওরস শরীফ, খানকা শরীফ, মাইজভান্ডারী, দেওয়ানবাগী সহ আরো ইসলামি সঙ্গগঠনের নাম দিয়ে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখনই এই ব্যবস্থা নিলো। ধিক!ধিক!! ধিক!!!। অদূর ভবিষ্যতে মুসলিম নামধারী সহ ইহূদী নাসারারা দাবি করবে কোরানে জিহাদের কথা বলা হয়েছে সুতরাং কোরান নিষিদ্ধ করা হোক!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File