বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিম নিয়ে জটিলতা । জীবনের ঝুকি আছে , সেটা এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে। বৈধতার চ্যালেঞ্জ ....

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ জুন, ২০১৬, ১২:১৬:৫৮ দুপুর

যে সব সংযোগ রেজিস্ট্রেশন করা হবে সেগুলোর জন্য কাস্টমাররা আগেই সিম ট্যাক্স দিয়েছে। পুনরায় তাদের কাছ থেকে সিম ট্যাক্স নেয়া হলে তা ডাবল ট্যাক্সেশন হবে।

বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন বৈধতা চ্যালেঞ্জ -

‘এটা একটা ইউটিলিটি সার্ভিস। আপনি চাইলেই এটা ‘গায়ের জোরে’ বন্ধ করে দিতে পারেন না। আপনি কোন আইনে এটা বন্ধ করবেন সেটি গ্রাহকদের জানাননি।’

বিটিআরসি গতকাল বলেছে, দুই মাস পর নির্ধারিত নিয়মে অর্থাৎ ১৫০-২০০ টাকা খরচ করে সিমটি আবার চালু করা যাবে। তাহলে জাতির আরো কয়েক হাজার টাকা লুটপাটের পথ খুলে দেয়া হচ্ছে ?

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের পক্ষ থেকে থেকে আরেকটি চিঠি দিয়ে বিটিআরসিকে অপারেটররা বলেছে, ৩১ মে (গতকাল) জিরো আওয়ারেই অনিবন্ধিত সব সিম বন্ধ করা সম্ভব হবে না। কারণ হিসেবে তারা বলছে, আউটগোয়িং লক করে দেয়া সহজ হলেও ইনকামিং বন্ধ করতে হবে ম্যানুয়ালি। এ জন্য অপারেটরদের ভিন্নতায় সময় লাগবে তিন থেকে ৫ দিন। চিঠিতে আরো বলা হয়, যদি আনরেজিস্টার্ড সিম রেজিস্ট্রেশনের অপশনই খোলা থাকে, তাহলে রেজিস্ট্রেশন করতে গেলে কাস্টমারকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়ে থাকে, সে কোডটি কিভাবে পাঠানো হবে?

তবে বিটিআরসি এ রকম চিঠি গতকাল পেয়েছে বলে জানালেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।

বিটিআরসির একাধিক সূত্র জানিয়েছে, গতকাল পূর্ব নির্ধারিত মেয়াদ শেষ হলেও সব মোবাইল সংযোগ আজ ১ জুন থেকেও একই নিয়মে রেজিস্ট্রেশন করা যাবে। তবে জরিমানা হিসেবে সিম প্রতি ট্যাক্স ও মূল্য পরিশোধ করতে হবে গ্রাহককে।

আঙুলের ছাপ নিয়ে জনমনে শঙ্কার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বিশ্বের কয়েক কোটি মানুষের তথ্য পাচারের খবর প্রকাশিত হয়েছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা ব্যাক্তিদের জীবনের ঝুকি আছে , সেটা এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে।

একজনের তথ্য দিয়ে অন্যজন সিম তুলে নিয়েছে। তাহলে দেখা যাবে যেকোনো মানুষ বিদেশে চলে গেছে , কিন্তু তার সিম দিয়ে অপরাধ করে নিরপরাধ লোক ফেসে যাবে। এমনকি আপনি রাজধানী থেকে ৫/১০ ঘন্টা যাত্রা পথের দূরত্বে আছেন , যে কেউ রাজধানীতে অপরাধ করে আপনার উপর চাপিয়ে দিয়েছে। এই সব বিষয়ের কি হবে ?

ভারতীয় কোম্পানির অবস্থা। সব হ য র ল ব অবস্থা। জনগনের উপর চাপিয়ে দেয়া হচ্ছে কোটি কোটি লুটপাটের ডাকাতদের



বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370598
০১ জুন ২০১৬ দুপুর ০১:১৫
মোস্তাফিজুর রহমান লিখেছেন : যে দেশে পুরো বড়ি (জীবনের) কোন নিরাপত্তা নাই সেখানে আঙ্গুলের চাপের নিরাপত্তা না থাকাটাই স্বাভাবিক।
370606
০১ জুন ২০১৬ দুপুর ০২:৩১
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : চাহিবা মাত্রই দিতে বাদ্য থাকিবেন।
সেটি হুক আপনার আঙ্গুল বা জিবন।
প্রচারে:ডিজিটাল...................।
370619
০১ জুন ২০১৬ দুপুর ০৩:৩৪
কুয়েত থেকে লিখেছেন : চোর ডাকাতরা যখন ক্ষমতায় তখন ভালো কিছুকি আশা করা যায়..? ধন্যবাদ অপনাকে
370656
০১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
শেখের পোলা লিখেছেন : হবু চন্দ্র এখন মাথা চুলকাতে বসেছেন। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File