ডিজিটাল বক্তৃতার গলাবাজির চেতনা দিয়ে কি হতাশাগ্রস্ত অর্ধকোটি মেধাবীর জীবন চলবে ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২২ মে, ২০১৬, ০২:২০:৩০ দুপুর
উন্নয়নের জোয়ারের পানি পান করে কি শিক্ষিতরা জীবন রক্ষা করবে ?
গলাবাজির চেতনা দিয়ে কি হতাশাগ্রস্ত অর্ধকোটি মেধাবীর জীবন চলবে ?
শিক্ষিত বেকার অর্ধকোটি মেধাবীর সাথে কয়েক কোটি মানুষের জীবন জড়িত।
কে দেবে এর জবাব ? কোথায় শিক্ষিত বেকার অর্ধকোটি মেধাবীর স্থান ?
দেশে হতাশাগ্রস্ত শিক্ষিত বেকার অর্ধকোটি .....
বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে,বর্তমানে বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই বেকার।
আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) ‘বিশ্ব কর্মসংস্থান ও সামাজিক দৃষ্টিভঙ্গি-২০১৫' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির হার ৪.৩৩ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে ২০১৬ সাল শেষে মোট বেকার দ্বিগুণ হবে। সংস্থাটির মতে, বেকারত্ব বাড়ছে এমন ২০টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান ১২তম।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন,প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা শিক্ষার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না।
সমাজ বিজ্ঞানীদের মতে, কাজের সুযোগ না পেয়ে অসংখ্য বেকার যুবক হতাশা থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর ফলে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। হতাশা থেকে আত্মহননের পথও অনেকে বেছে নিচ্ছেন। একই কারণে নিকটাত্মীয়কে হত্যা করার মতো ঘটনাও এই সমাজে ঘটছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, গত ৩ বছরে সারা দেশের ৬১৮ তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এর বাইরে আরও ৩১৯ কারখানা বন্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি বলেন, এই সব কারখানা বন্ধ না হলে আরও কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হতো।
দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থানের জোগানদাতা বেসরকারি খাত। অথচ এই খাতের অবস্থা গেল কয়েক বছর ধরেই ভাল যাচ্ছে না। বিনিয়োগ পরিবেশ ভাল না থাকার কারণে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না, বরং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এর ফলে বাড়ছে বেকারের সংখ্যা।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১০ টাকায় এক কেজি চাল খাওয়ানোর কথা বলার পর ৮৭% আসন দিয়ে দিল । হয়েছে কি না তা দেখার বিষয় নয় । বলেছে তো ? এটাই বিশাল ব্যাপার ।
মন্তব্য করতে লগইন করুন