এবার পুলিশের এসআই মলয়কুমার কে পেটালেন উপমন্ত্রী জয়: থানায় জিডি। কিন্তু এরাই বিনাভোটের চেতনার সংসদে
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ এপ্রিল, ২০১৬, ০১:১৫:০২ দুপুর
এবার যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে আশুলিয়া থানা পুলিশের এসআই মলয়কুমার সাহাকে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল ভোররাতে আশুলিয়ার নবীনগরে এ ঘটনা ঘটে। তবে দিনভর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন পুলিশের ওই সদস্য। পরে বিকালে এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।
http://mzamin.com/article.php?mzamin=8267
থানায় জিডি।
সাধারণ ডায়েরি (নম্বর ৫৮) থেকে জানা গেছে, গতকাল ভোররাতে সিরাজগঞ্জ থেকে উপমন্ত্রী আরিফ খান জয় তার ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৫-১০৮৩) নিয়ে ঢাকা আসছিলেন। পথে আশুলিয়ার নবীনগরে গাড়িটি আইল্যান্ডে উঠে যায়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আশুলিয়া থানার এসআই মলয়কুমার সাহা এগিয়ে গেলে উপমন্ত্রী তাকে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ও দেখে নেবেন বলে শাসান।
উপমন্ত্রী পুলিশের এসআইকে বলেন, ‘তুই কেন আমাকে নিরাপত্তা দিতে আসছিস? আমি কি তোর কাছে নিরাপত্তা চাইছি। তুই কী আমার নিরাপত্তা দিবি? তুই কয়টা গুলি করতে পারিস, আর আমি কয়টা গুলি করতে পারি তুই দেখবি।’ তার পরও পুলিশ কর্মকর্তা অনুরোধ করে তার দায়িত্ব পালনের কথা জানালে উপমন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, ‘আমি তোর ক্ষতি করব ও চাকরি খেয়ে ফেলব।’
পরে উপমন্ত্রী রাজশাহী থেকে আসা খালেক এন্টারপ্রাইজের একটি বাসে দ্রুত উঠে পড়েন। এ সময় এসআই মলয় উপমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বাসে উঠতে গেলে উপমন্ত্রী জয় তাকে মারধর করেন ও লাথি মেরে বাস থেকে ফেলে দেন। পরে উপমন্ত্রী গাবতলী পর্যন্ত পৌঁছে বাস ছেড়ে সিএনজিযোগে মিরপুর মাজার রোডের দিকে চলে যান।
পরে এ ঘটনায় গতকাল বিকালে এসআই মলয় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে জানতে মুঠোফোনে এসআই মলয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি না করার অনুরোধ জানান। অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীনুল কাদির জানান, ‘আমার থানার উপসহকারী মলয়কুমার সাহাকে মারধরের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
এর আগে গত বছরের ১লা নভেম্বর উপমন্ত্রী জয় জাতীয় যুব দিবসের এক অনুষ্ঠানের ব্যানারে অতিথি হিসেবে নিজের নাম লেখা নেই দেখে সচিবালয়ে গিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কক্ষে ভাঙচুর করে জয়।
কিছুদিন পূর্বে কোমরে পিস্তল সহ স্টেডিয়ামে খেলার সময় হুমকি দেয়ার পর কিছুই হয়নি তার তার।
কোমরে পিস্তল সহ স্টেডিয়ামে খেলার সময়
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
।
মন্তব্য করতে লগইন করুন