তিন বাহিনীর প্রধান , বিজিবি প্রধান , পুলিশের আইজিপি সকল প্রটোকল ভেঙ্গে একটি দলের রান্নাঘরে মনের সুখে খাবার খাচ্ছেন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২২ মার্চ, ২০১৬, ১২:১২:৫৮ দুপুর



তিন বাহিনীর প্রধান , বিজিবি প্রধান , পুলিশের আইজিপি সকল প্রটোকল ভেঙ্গেএকটি দলের রান্না ঘরে মনের সুখে খাবার খাচ্ছেন ।

অবমাননা করে পদাধিকার পোশাক পরে একজনের রান্না ঘরে এই আপ্যায়নের পর জাতিকে এখনো কি আরো কিছু অনুমান করতে হবে ?

তিন বাহিনীর প্রধান , বিজিবি প্রধান , পুলিশের আইজিপি এক সাথে একটি দলের রান্না ঘরে মনের সুখে খাবার খাচ্ছেন।

সেই সাথে ভালো করে দেখুন চারদিকে আওয়ামীলীগের দলীয় ছবি , শেখ হাসিনা। আওয়ামীলীগের সৈয়দ আশরাফুল সহ অন্যরা।

বিষয়: বিবিধ

১৮৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363264
২২ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৭
কুয়েত থেকে লিখেছেন : ডিজিটাল অবৈধ সরকারের পক্ষে সবকিছুই করা সম্ভব এখানে প্রটোকলের প্রয়োজন নেই। তিন বাহিনীর প্রধান বিজিবি প্রধান পুলিশের আইজিপি এক সাথে একটি দলের রান্না ঘরে মনের সুখে খাবার খাচ্ছেন। ব্যাক্তিত্বহীন নেতৃত্বের পক্ষে সব কিছুই করা সম্ভব। আপনাকে ধন্যবাদ
363284
২২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২২
শফিউর রহমান লিখেছেন : এতে হতাশ হবার কিছু নাই। শোয়ার ঘরে কবে যায় সেটা দেখার জন্য চোখ খোলা রাখুন।
বেহায়ার এক কান কাটলে রাস্তার পাশ দিয়ে যায়। কিন্তু দুই কান কাটলে যায় রাস্তার মাঝখান দিয়ে। প্রোটকল বলেন, আর যাই বলেন কোন বিষয়ে কোন রাখ-ঢাক আছে নাকি? নাকি থাকার দরকার আছে? কারণ জনগণতো ঘুমের ওষুধ খেয়ে পড়ে রয়েছে।
363298
২২ মার্চ ২০১৬ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : রাণীমার পাইক পিয়াদা লাঠিয়াল রাণীমার হাতে প্রসাদ নিচ্ছেন৷ এতো চেতনা৷ বঙ্গবন্ধু এমন স্বপ্ন দেখেছিলেন ২৩ মার্চে৷ ধন্যবাদ৷
363310
২২ মার্চ ২০১৬ রাত ১১:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার বলার কিছু ছিলো না, নাগো,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File