তিন বাহিনীর প্রধান , বিজিবি প্রধান , পুলিশের আইজিপি সকল প্রটোকল ভেঙ্গে একটি দলের রান্নাঘরে মনের সুখে খাবার খাচ্ছেন
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২২ মার্চ, ২০১৬, ১২:১২:৫৮ দুপুর
তিন বাহিনীর প্রধান , বিজিবি প্রধান , পুলিশের আইজিপি সকল প্রটোকল ভেঙ্গেএকটি দলের রান্না ঘরে মনের সুখে খাবার খাচ্ছেন ।
অবমাননা করে পদাধিকার পোশাক পরে একজনের রান্না ঘরে এই আপ্যায়নের পর জাতিকে এখনো কি আরো কিছু অনুমান করতে হবে ?
তিন বাহিনীর প্রধান , বিজিবি প্রধান , পুলিশের আইজিপি এক সাথে একটি দলের রান্না ঘরে মনের সুখে খাবার খাচ্ছেন।
সেই সাথে ভালো করে দেখুন চারদিকে আওয়ামীলীগের দলীয় ছবি , শেখ হাসিনা। আওয়ামীলীগের সৈয়দ আশরাফুল সহ অন্যরা।
বিষয়: বিবিধ
১৮৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেহায়ার এক কান কাটলে রাস্তার পাশ দিয়ে যায়। কিন্তু দুই কান কাটলে যায় রাস্তার মাঝখান দিয়ে। প্রোটকল বলেন, আর যাই বলেন কোন বিষয়ে কোন রাখ-ঢাক আছে নাকি? নাকি থাকার দরকার আছে? কারণ জনগণতো ঘুমের ওষুধ খেয়ে পড়ে রয়েছে।
মন্তব্য করতে লগইন করুন