'দোয়েল' ল্যাপটপের কাহিনী শেষ , এবার মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৩১:০১ বিকাল



চলুন আজ থেকে দোয়েল ল্যাপটপ এর কথা ভুলে যাই

এত ঢাক-ঢোল পেটানো হলো, 'দোয়েল' ল্যাপটপের নামে। হাসিনা বলেছিলেন স্কুলের শিক্ষার্থীরা এবার 'দোয়েল' ল্যাপটপে পড়াশোনা করবে... আরো কত কী।

এবার আওয়ামীলীগের অনির্বাচিত মন্ত্রী বলছে - মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেয়ার কথা জানিয়েছেন

দোয়েল ল্যাপটপ এখন কোন জাদুঘরে। সারা দেশে তো সেই ল্যাপটপ দেয়ার কথা ছিল।

এখন ২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন দেয়ার কথা বলছে আওয়ামিলীগ সরকার।

তবে কিস্তিতে কোত্থেকে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উন্নয়নের কাহিনী ভরা ভাষণে তারা বলেই যাচ্ছে -

একবার বলে দেশ সিঙ্গা পুর করে ফেলবে , আবার বলে সুইজারল্যান্ড। আবার ১০ টাকার চালের কথা।

আগামী নিবাচনের আগেই আওয়ামী লীগ তাদের ইশতেহারে মাএ ৫০০০ টাকায় ট্যাবলেট পিসি দেবার সাথে সাথে দেশকে আরেকবার ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করার এক ধাপ এগিয়ে নিবে।

ডিজিটালের নামে ঢাক ঢোল পেটানো।

জাতীয় পাখি দোয়েলের নামে শেখ হাসিনা জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এ ল্যাপটপের উদ্বোধন করেন।

বাজারে আসার আগেই বন্ধ হয়ে গেছে ‘দেশি’ ল্যাপটপ দোয়েল। আলোচিত উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কারিগরি ও আর্থিক সমস্যাই এর কারণ।

‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়।

২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন:

মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বিষয়: বিবিধ

৩৮৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359204
১১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২২
সামছুল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
359208
১১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৬
চেতনাবিলাস লিখেছেন : সবই হরিলুটের কারিশমা! ধন্যবাদ |
359218
১১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : কাজ হোক বা না হোক, আওয়াজ তো দেয়া চাই। কাজে না হোক, আওয়াজে ডিজিটাল হতে দোষ কি!
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
297873
ব্লগার শঙ্খচিল লিখেছেন : এ সাহস টাই বা ক জন দেখায়
359233
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : বিনা খরচে চাঁদে যাবার ঘোষণাও আসতে পারে৷ কেননা এ সবই স্বপ্নে পাওয়া আর তা দিবা স্বপ্ন৷ ধন্যবাদ৷
359237
১১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোয়েল ল্যাপটপ এর লোগোটাই চুরি করছিল। এইবার আরো কিছু চুরির চেষ্টা!
359345
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪২
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষকে আশ্বাস দিয়ে ভালই পেট ভরানো যায়
359559
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৩
কাঁচের বালি লিখেছেন : আওয়ামীলীগের মিথ্যা মুলা ঝুলানি স্বভাব কবে বদলাবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File