আওয়ামীলীগের নতুন বায়বীয় চেতনার ফর্মুলা - ‘শুধু নির্বাচন মানেই গণতন্ত্র নয়’ ।জামায়াত পরিবারের সদস্যরা চাকুরি পাবে না।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৯:০১ দুপুর



আওয়ামীলীগের নতুন বায়বীয় চেতনার ফর্মুলা - ‘শুধু নির্বাচন মানেই গণতন্ত্র নয়’

তাহলে বিনা ভোটের নির্বাচনের কি দরকার ছিল ?

তাহলে তত্বাবধায়ক সরকারের দাবিতে কেন আওয়ামিলীগ সারা দেশে তান্ডব চালিয়েছিল ?

তাহলে কেন সরকারী আমলাদের দিয়ে সরকারী দায়িত্ব বন্ধ করে আওয়ামিলীগ রাষ্ট্র বিরোধী জনতার মঞ্চ তৈরী করেছিল ?

‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, তবে শুধু নির্বাচন মানেই গণতন্ত্র নয়’ এমন মন্তব্য করেছেন বিনাভোটের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম আদালতে কর্মরত সরকারি আইন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

বিনাভোটের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা যারা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তবে গণতন্ত্র মানে শুধু একটা সাধারণ নির্বাচন নয়। সব নির্বাচনেই ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মানেই হচ্ছে গণতন্ত্র।’



ভারত পাকিস্থানে পলাতক ব্যাক্তি এবং তাদের পরিবারের জন্য বাংলাদেশ ?

রক্ষী বাহিনীর ঘাতকদের জন্য বাংলাদেশ ?

রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের ৩৫/৪০ হাজার মানুষের রক্ত। এরপর ও এরা দেশের মালিক ?

জামায়াত পরিবারের সদস্যরা চাকুরি পাবে না বললেন বিনাভোটের আওয়ামী মন্ত্রী।



মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ( বিনাভোটের আওয়ামী মন্ত্রী )আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে। এদেশে জামায়াত নেতাদের কোনো ভোটাধিকার থাকবে না। তারা শুধু সাধারণ নাগরিক হিসাবে বসবাস করতে পারবেন।তবে পরিবারের সদস্যরাও কোনো সরকারি চাকুরি পাবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ কথা জানান বিনাভোটের আওয়ামী মন্ত্রী।

মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ঘোষণা দিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে যে বাণী দিয়েছেন তাতে লেখা ছিল ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু তাদের প্রভূ পাকিস্তান যখন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অপকর্ম অস্বীকার করছে ঠিক সেই মুহূর্তে খালেদাও শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করছেন।

সেই অতীতের কথা পত্রিকায় পাতায়



বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358604
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৩
হতভাগা লিখেছেন : তাহলে সরকার গঠন হবার প্রক্রিয়া কি গনতান্ত্রিক পদ্ধতিতে ?
358618
০৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই আওয়ামি লিগ! যাকে বলে ফ্যাসিবাদি।
358643
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৭
শেখের পোলা লিখেছেন : ওরা সকলেই আইন মন্ত্রী৷ ওদের মুখেই আইন আছে৷ আর প্রয়োজনে সবাই প্রধান মন্ত্রী বনে যায়৷ এমনই ওদের আইনের ধার৷ ধন্যবাদ৷
358675
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:২৭
কাঁচের বালি লিখেছেন : জনগণকে মুলা দেখিয়ে আওয়ামীলীগের চেতনা ব্যবসা ভালোই চলছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File