আইন উলটে গেছে ? প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজের বক্তব্য থেকে সরে গেলেন ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:১০:১৯ দুপুর
তত্ত্বাবধায়ক সরকার অবৈধের রায় বাতিল হবে না: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বিচারপতিরা অবসরে গিয়ে আইন ও সংবিধান পরিপন্থীভাবে রায় লিখলেও সংবিধানের পঞ্চম, সপ্তম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২১ জানুয়ারী ২০১৬ বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ‘বার্ষিক নৈশভোজ ও সভা-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধান বিচারপতি এ কথা জানান। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বাণীতে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘বিচারপতিদের অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী।’ এই মন্তব্যের পর আইনজ্ঞ ও সারা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ দাবি করছেন, সাবেক প্রধান বিচারপতি অবসরে যাওয়ার ১৬ মাস পর সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে যে রায় লিখেছেন তা অবৈধ। ওই রায় দেখিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে নিজের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা নির্বাচন করে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। সুরেন্দ্র কুমারের বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী ও তার সরকারকেও অবৈধ প্রকাশ হয়ে যায় । কিন্তু প্রধান বিচারপতি বলছেন, ‘পঞ্চম, সপ্তম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী যেটা ডিকলেয়ার (ঘোষণা) হয়ে গেছে সেটা কোর্টের ডিসিশন (সিদ্ধান্ত)। এগুলো বাতিল হবে না।’
অবসরে যাওয়া বিচারপতিরা যে রায় লেখেন তা সংবিধান ও আইনপরিপন্থী: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির পদে থেকে যে কথাগুলো বলেছিলেন
অবসরে গিয়ে বিচারপতিদের রায় লেখা সংবিধান ও আইনপরিপন্থী
https://shar.es/1hfihC
বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী। বাংলাদেশের ২১ তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে প্রধান বিচারপতি এ কথা বলেন।
গত বছরের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা। বাণীতে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ বাংলাদেশের সংবিধান, আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করেন। কোনো বিচারপতি অবসর গ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তাঁর গৃহীত শপথও বহাল থাকে না। আদালতের নথি সরকারি দলিল (পাবলিক ডকুমেন্ট)। একজন বিচারপতি অবসর গ্রহণের পর আদালতের নথি নিজের নিকট সংরক্ষণ, পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে দস্তখত করার অধিকার হারান।
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন