১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম সাধারণ নির্বাচন ও ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যে কোনো ব্যবধান নেই

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ জানুয়ারি, ২০১৬, ১২:৫৯:২৫ দুপুর



১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম সাধারণ নির্বাচনে তত্কালীন সরকারি দল আওয়ামীলীগ রাষ্ট্রীয় শক্তি ও সম্পদ ব্যবহারের মাধ্যমে নির্বাচনী মাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। যার ফলে জন্ম নেয় বাকশালী আইনের সংসদ। এক নেতা , এক দেশ পরিনত হয় বাংলাদেশ। শেখ হাসিনা একই কায়দায় সরকারী তহবিল , প্রশাসন কে ব্যবহার করে গণ তন্ত্র , মানবাধিকার লংগন , লাঞ্চিত করছেন।

কিন্তু বাকশালের পতনের পর জানাজার জন্যে মানুষ মিলে নাই। বাকশাল পতনের খবর পেয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে আনন্দ মিছিল করে , মিষ্টি বিতরণ করে।

শেখ হাসিনা তার উত্তর সুরীর মত যেমন কাজ করছেন , তেমন করুন পরিনতি জাতি কামনা করছে।



(দৈনিক গণকণ্ঠ : ৭ ফেব্রুয়ারি ১৯৭৩)............

আওয়ামী লীগ সরকারি প্রশাসন, সরকারি গাড়ি, হেলিকপ্টার, সরকারি প্রচারযন্ত্র পুরোপুরি দলীয় স্বার্থে ব্যবহার করছে। সরকারি প্রশাসন ও রক্ষীবাহিনী ন্যাপ ও ছাত্র ইউনিয়ন কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাছাড়া ভীতি ও চাপ প্রদান করে ময়মনসিংহ-৬ এলাকার ন্যাপ প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করে ।

(দৈনিক গণকণ্ঠ : ২৫ ফেব্রুয়ারি ১৯৭৩) ......

জাতীয়করণকৃত মিল-কারখানার তহবিল থেকে হাজার হাজার টাকা ব্যয় করে সম্মেলন অনুষ্ঠানের নামে ক্ষমতাসীন রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ) নির্বাচনী প্রচার এবং মিল বন্ধ করে সাধারণ শ্রমিকদের ঢালাওভাবে আওয়ামী নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে । সম্প্রতি এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। প্রতিবাদও হচ্ছে বিবেকবানদের পক্ষ থেকে। কিন্তু ফল কিছুই হয়নি...

নির্বাচনী প্রচারের এনাম!

বাংলাদেশ বেতারে

গণ-প্রমোশন!

(দৈনিক গণকণ্ঠ : ৬ মার্চ, ১৯৭৩)



প্রশাসন ও ক্ষমতাসীন দলে কি কোনো ব্যবধান নেই?

’৭৩-এর নির্বাচন

(দৈনিক গণকণ্ঠ : ১৯ ফেব্রুয়ারি, ১৯৭৩)

আজকের আওয়ামী লীগ গদিতে বসে কী অদ্ভুতভাবে সংবাদপত্র জগতের মুখে লাগাম পুরে টেনে নিয়ে চলেছে।

(দৈনিক গণকণ্ঠ : ২০ ফেব্রুয়ারি, ১৯৭৩)



আওয়ামী লীগের বড়-মাঝারি আর ছোট নেতাদের ‘বিশাল’ জনসভার বক্তব্য তুলে ধরতেই বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের সিংহভাগ ব্যয় হচ্ছে। টেলিভিশনে সংবাদ পরিবেশনারও সেই একই চেহারা।

(দৈনিক গণকণ্ঠ : ২০ ফেব্রুয়ারি, ১৯৭৩)

১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম সাধারণ নির্বাচন ও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মধ্যে কোনো ব্যবধান নেই।





বিষয়: বিবিধ

২১৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356181
০৫ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৪
হতভাগা লিখেছেন : ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের ভোট নিরন্কুশভাবে পাবার ফলে , ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদান করার ফলে আর কি কোন ভোটের দরকার ছিল ?

২০০৮ এ ২৬৩ আসন পাবার ফলে আওয়ামী জোট যে সংখ্যাগরিষ্টতা পায় এতেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কি পরিমানে চায় । এরপরেও কি ভোটের দরকার ছিল ?

ছিল , সেটা সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই ।
গত ৩০ তারিখের পৌর নির্বাচনেও সেটার প্রমাণ পাওয়া গেল।
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৬
295744
শেখের পোলা লিখেছেন : ঠিকই, বোঝাগেল গুণ্ডা পাণ্ডা আর পা চাঁটা বাহিনী কত খানি লীগ ভক্ত৷
০৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৫
295801
হতভাগা লিখেছেন : বাংলাদেশের সিংহভাগ মানুষই লীগভক্ত - কোন সন্দেহ আছে এতে ?
356186
০৫ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
356212
০৫ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : পরিনতীর বিষয়টা কেমন হতেপারে তা ভাবতেও ভয় লাগে৷ কেননা উৎপাৎ করলে চিৎ পাৎ হওয়া স্বাভাবিক৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File