পঙ্কজ শরণকে এই দায়িত্ব কে দিয়েছে? লেন্দুপ দর্জিরা কি চুপ থাকবে ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:১১:৩৭ রাত



গত জাতীয় নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল- ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেনি 'মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ৫ই জানুয়ারি নির্বাচন জরুরি ছিল: পঙ্কজ শরণ

ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ নাক গলাতে পারে তাই না ?

ভারতীয়রা যদি বিরিয়ানি মঞ্চের মুখে পেশাব করে সেটাই হবে তাদের চেতনা ?

বাম , আওয়ামীলীগের মুখে পেশাব করে , তারপর ও তারা পান করবেই।

এখন কোথায় গেল বিরিয়ানির ছেলেরা ?

ভারতীয়রা কি তাহলে নাক গলাতে পারে ?

পাকিস্তান কিছু বললেই তদের সমসস্যা ?

তাদের চেতনা কি ভারতীয় ?

ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের এমন মন্তব্যের কারণে ভারতকে ক্ষমা চাইতে হবে কি ? লেন্দুপ দর্জিরা কি চুপ থাকবে ?

পঙ্কজ শরণকে এই দায়িত্ব কে দিয়েছে? https://shar.es/1GrqlD

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353885
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪৫
আহমেদ ফিরোজ লিখেছেন : ভারতের ব্যপারটা এক্সেপশনাল...!!!! ওরা বলতেই পারে। ৭১এ ওরা সাহায্য না করলে বাংলাদেশ হতো?? বাংলাদেশটা এক অর্থে ওদেরই!!! কি বলেন আপনি??
353887
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনারা নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়েছেন!
354016
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাদের এমন কিছু বলাই উচিৎ। দাদারা না বললে কে বলবে!
354021
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
কুয়েত থেকে লিখেছেন : ওরাতো এখনো বাংলাদেশের সিমানাটা রেখেছে সিমানাটা উঠিয়ে দিলেও কারো করার কিছুই নেই। আমাদের বীরসেনা রাও এখন ওদের আজ্ঞাবহ। সতারাং চুপ থাকতেই হবে। আপনাকে ধন্যবাদ
354054
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
শেখের পোলা লিখেছেন : এখানেই কবি নীরব৷ ধন্যবাদ গয়েশ্বর ও আপনাকে৷
354217
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ০২:০৭
কাঁচের বালি লিখেছেন : খাঁটি ভারতীয় গাঞ্জার চেতনায় উজ্জীবিত Thinking?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File