পঙ্কজ শরণকে এই দায়িত্ব কে দিয়েছে? লেন্দুপ দর্জিরা কি চুপ থাকবে ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:১১:৩৭ রাত
গত জাতীয় নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল- ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেনি 'মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ৫ই জানুয়ারি নির্বাচন জরুরি ছিল: পঙ্কজ শরণ
ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ নাক গলাতে পারে তাই না ?
ভারতীয়রা যদি বিরিয়ানি মঞ্চের মুখে পেশাব করে সেটাই হবে তাদের চেতনা ?
বাম , আওয়ামীলীগের মুখে পেশাব করে , তারপর ও তারা পান করবেই।
এখন কোথায় গেল বিরিয়ানির ছেলেরা ?
ভারতীয়রা কি তাহলে নাক গলাতে পারে ?
পাকিস্তান কিছু বললেই তদের সমসস্যা ?
তাদের চেতনা কি ভারতীয় ?
ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের এমন মন্তব্যের কারণে ভারতকে ক্ষমা চাইতে হবে কি ? লেন্দুপ দর্জিরা কি চুপ থাকবে ?
পঙ্কজ শরণকে এই দায়িত্ব কে দিয়েছে? https://shar.es/1GrqlD
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন