প্রাণভিক্ষার আবেদন মিডিয়ার তথ্য সন্ত্রাস নাকি মানুষের মর্যাদা হানীর মিশিন ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ নভেম্বর, ২০১৫, ০৪:৪৪:৫৯ বিকাল



কাহিনী (১)



প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন সাকা চৌধুরী ও মুজাহিদ ।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিবিসির কাছে নিশ্চিত করেছেন এ তথ্য।

সূত্রটি জানায়, আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া হয়েছে।

BBC বাংলা - প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন সাকা চৌধুরী ও মুজাহিদ

http://www.bbc.com/bengali/news/2015/11/151121_mujahid_clemency

নাম বিহীন সূত্রের জবাবে

(২) প্রাণভিক্ষা চাওয়ার খবর অবিশ্বাস্য: সাকা ও মুজাহিদের পরিবার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার যে খবর দিচ্ছে তা অবিশ্বাস্য বলে দাবী করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই নেতার পরিবারের সদস্যরা।



তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র কে ? কি তাদের পরিচয় ? ভারতীয় নাকি বাংলাদেশী ? নাকি ভুয়া হলুদ ?


প্রাণভিক্ষার খবর অবিশ্বাস্য, বলছে দুই পরিবার

২১ নভেম্বর,২০১৫

মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর আসছে সেটি সঠিক নয় বলে তারা মনে করেন।

সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন।



বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350663
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
বার্তা কেন্দ্র লিখেছেন : আরো কত নাটক দেখব? ধন্যবাদ
350664
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৩
নুরুজ্জামান লিখেছেন : আদালতে সুনির্দিষ্টভাবে দোষ প্রমাণিত না হওয়ায় এই তথ্য সন্ত্রাসীর আয়োজন।
350665
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৯
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : সব মিডিয়ায় বিটিভি হয়ে গেছে
350673
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ওদের ঘৃণা করতেও "ঘেন্না লাগে"!!
350704
২১ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : সে নথি ও তার স্বাক্ষর কারিকে প্রকাশে হাজির করার দাবী করা হল৷ এটি নতুন নাটক৷
350722
২১ নভেম্বর ২০১৫ রাত ১০:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেদের দুর্বলতা ঢাকতেই মিথ্যার আশ্রয়।
351153
২৪ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৫
কাঁচের বালি লিখেছেন : মিথ্যায় ওদের একমাত্র হাতিয়ার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File