যে কারনে ভোট ছাড়া নির্বাচনকে সমর্থন করছে ভারত
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ অক্টোবর, ২০১৫, ১২:৪৪:৫৪ দুপুর
কেন ফাসির দাবি করা হচ্ছে ?
বিনা ভোটের নির্বাচনের তথ্য ফাস করেছিল ভারতীয় সংবাদপত্র কোটি টাকা ব্যায়ে গণজাগরণের মঞ্চের কাহিনী ও একই ....।
এক এক করে বাংলাদেশ কে ধ্বংসের পথে চলছে কথিত চেতনা
Has Bangladesh's creation benefited India strategically?
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০১১ সালের নভেম্বরে অনুষ্ঠিত ‘১৯৭১ ওয়ার: ইন্ডিয়া’স গ্রেটেস্ট ভিক্টরি’ শীর্ষক এক সেমিনারে '৪০ বছর আগে বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রাখার কারণে ভারত কৌশলগতভাবে কি লাভবান হয়েছে?'
এই জন্যই বাংলাদেশের জনগনের ভোট ছাড়া বিনা ভোটে নির্বাচন করিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে ভারত। লাভ হচ্ছে ভারতের আর সর্বনাশ হচ্ছে বাংলাদেশের।
ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অশোক মেহতা স্পষ্টভাবেই বলেছিলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জনগণ এবং সেনাবাহিনীকে নিয়ে আরেক মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন? শেখ হাসিনা আরেক দফায় ক্ষমতায় আসতে পারলে ভারত যে উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল তা বাস্তবায়ন হতে পারে।”
ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অশোক মেহতা স্পষ্টভাবেই বলেছিলেন,
সেই বক্তব্যের সুত্র -
Has Bangladesh's creation benefited India strategically?
http://news.webindia123.com/news/Articles/India/20111214/1891230.html
Has Bangladesh's creation benefited India strategically?
http://defence.pk/threads/has-bangladeshs-creation-benefited-india-strategically.146917/
Has Bangladesh's creation benefited India strategically?
TwoCircles.net: http://twocircles.net/2011dec14/has_bangladeshs_creation_benefited_india_strategically.html#.ViMtEunnojx.
এ অনুষ্ঠানে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অশোক মেহতা প্রকাশ করেন বাংলাদেশের স্বাধীনতার সময় ইন্ডিয়ার সাহায্যের আসল কারণ।
এই জন্যই বাংলাদেশের জনগনের ভোট ছাড়া বিনাভোটে নির্বাচন করিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে ভারত। লাভ হচ্ছে ভারতের আর সর্বনাশ হচ্ছে বাংলাদেশের।
সুন্দরবন থেকে তিতাস নদী। বিনাশুল্কে লরি নিয়ে বাংলাদেশের সড়কের বুকে নদী। সমুদ্র বিজয়ের নামে তালপট্টি ভারতকে দেয়া। নৌ ট্রানজিট , সড়ক ট্রানজিট।
বিনাভোটের নির্বাচনের তথ্য ফাস করেছিল ভারতীয় সংবাদপত্র কোটি টাকা ব্যায়ে কথিত চেতনার ফেরিয়ালাদের গণজাগরণের মঞ্চের কাহিনী ও একই ....।
............... অনেক অনেক সর্বনাশ
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ একজন চরম মিথ্যাবাদী। যার কাজই হলো ভুয়া খবর প্রচার করে মুসলিম দেশ গুলোতে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে হামলার পথ তৈরী করে দেয়া।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ তার সাইটের বরাতেই খবর প্রকাশিত হয়েছিল, বাংলাদেশে দুই বিদেশি হত্যার দায় স্বীকার করেছে আইএস। যদিও বাংলাদেশ সরকার তার ওই দাবি নাকচ করে দিয়েছে। যদিও বাংলাদেশের হুজুগে বেকুব মিডিয়া ( দালালির জন্য ) এই কাজটি লীড নিউজ করেছে।
বিষয়: বিবিধ
১৯৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন