রাজ পরিবারদের সদস্যরা এই ধরনের সুবিধা পায় ? রাজতন্ত্র চালু ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫২:১৪ সকাল
মরহুম শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য এত আয়োজন। বাংলাদেশে কি তাহলে রাজতন্ত্র চালুই করে দিলেন শেখ হাসিনার নেতৃতাধীন আওয়ামিলীগ ?
মরহুম শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ১৯টি বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২৫ মে ২০১৫ তারিখে সোমবার রাষ্ট্রপতির আদেশে জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) এর ধারা ৪ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার জাতির পিতার পরিবার-সদস্যদের জন্য এসব সুবিধাদি প্রদানের ঘোষণা দিল।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২৫ মে ২০১৫ তারিখে সরকারী গেজেটে এই নির্দেশনা জারি হয়েছে।
এ প্রজ্ঞাপনের প্রথম অংশে জাতির পিতার ( মরহুম শেখ মুজিবুর রহমানের ) পরিবার-সদস্যদের নিরাপত্তায় যেসব ব্যবস্থার কথা বলা হয়েছে সেগুলোর মধ্য অন্যতম হলো, তাঁদের আবাসস্থলে সুরক্ষিত ও নিরাপদ বেষ্টনীর ব্যবস্থা করা, আবাসস্থলের কাছে কোনো ভবন বা স্থাপনা হুমকি সৃষ্টির মতো অবস্থায় থাকলে সেগুলো পরিবর্তন কিংবা অপসারণ করা, আবাসস্থলের পাশে উঁচু ভবনে বসবাসকারীদের ওপর গোয়েন্দা নজরদারি করা।
দ্বিতীয় অংশে জাতির পিতার ( মরহুম শেখ মুজিবুর রহমানের ) পরিবার-সদস্যদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়। সেগুলোর মধ্য উল্লেখযোগ্য হলো, তাঁদের জন্য বরাদ্দ কিংবা মালিকানাধীন বাড়ির প্রয়োজনীয় মেরামত, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ব্যবস্থা গ্রহণ, পরিবার-সদস্যদের জন্য একজন করে ড্রাইভার ও পেট্রলসহ গাড়ি প্রদান।
এ ছাড়া সরকারি খরচে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা প্রদান, দেশে এবং প্রয়োজনবোধে বিদেশে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি সরকারি খরচে একজন ব্যক্তিগত সহকারী, দুজন বেয়ারা, একজন করে বাবুর্চি, মালি ও ঠিকাদার প্রদানের ব্যবস্থা করা।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রথমত আওয়ামিলিগ বিনা ভোটের এই সংসদে এই সব আইন পাশ করার যুক্তি নিয়ে হয়ত আরেক নজির বিহীন ইতিহাস তৈরী হবে। বাকশালের মত আইন জাতীয় সংসদে এই সব আইন পাশ করার যুক্তি নিয়ে এমন কিছু জাতি চিন্তা করেনি।
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন