হিজাব বিজয়ী তারপর ও যারা বাংলাদেশে হিজাব পরা নিয়ে কটুক্তি করে তারা দেখবেন কি ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ জুলাই, ২০১৫, ০১:৪৮:৩৭ দুপুর
ক্লিফটন হাই স্কুলের আবরার শাহিন নামের ওই শিক্ষার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান।যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি মাধ্যমিক স্কুলে হিজাব পরা সেরা পোশাক পরিহিতার পুরস্কার জিতেছেন।
ক্লিফটন স্কুলে শিক্ষার্থী প্রায় তিন হাজার। এখানে ৫২ শতাংশের ওপর স্প্যানিশভাষী। ৮ শতাংশ এসেছে এশিয়ার বিভিন্ন দেশ থেকে। বাকি শিক্ষার্থীদের ৩২ শতাংশ স্থানীয় শ্বেতাঙ্গ ও ৫ শতাংশ কৃষ্ণাঙ্গ।
ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান ছাত্রী আবরার শাহিন জানান, সেরা পোশাকধারী নির্বাচিত হতে তিনি স্কুল ইয়ারবুকে কালো রঙের স্পোর্টস স্কার্ট, টাইট জিন্স, বুট এবং মাথায় স্কার্ফ পরিহিত একটি ছবি দেন। শিক্ষার্থীদের ভোটে তাঁর ছবিটিই কর্তৃপক্ষ সেরা হিসেবে নির্বাচন করে।
শাহিন আরো বলেন, ‘এখানে চিয়ারলিডাররাই সব সময় সেরা পোশাকধারী নির্বাচিত হয়। ধর্মীয় অনুশাসনের পোশাক পরে এ খেতাব জেতা সত্যিই গর্বের।’
শাহিন স্কুলে পড়াশোনার পাশাপাশি কাজ করেন একটি পোশাকের দোকানে। তাঁর পোশাকের মধ্য দিয়ে প্রচলিত শৈলীর পাশাপাশি মুসলমানদের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বলেও জানায় স্কুল কর্তৃপক্ষ।
শাহিন নামের ওই শিক্ষার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান।হিজাব পেল যুক্তরাষ্ট্রের স্কুলে সেরার খেতাব
NorthJersey.com
http://www.northjersey.com/news/hijab-a-key-part-of-ensemble-for-clifton-high-s-best-dressed-girl-1.1364524
বাংলাদেশে কিছু উগ্র মানসিক রোগীর উত্পাত শুরু হয়েছে , এরা টিভিতে বার বার হিজাবের বিরোধিতা করছে। তাদের যুক্তি হেজাব নাকি নারীকে পিছনে ফেলছে।
হিজাব বিজয়ী তারপর ও যারা বাংলাদেশে হিজাব পরা নিয়ে কটুক্তি করে তারা কি দেখেবন ?
বিষয়: বিবিধ
১৬৮২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েটা দেখতে খুবই সুন্দরী বিধায় তাকে এই পুরষ্কারে ভূষিত করা হয়েছে ।
কবে যে আমাদের সমাজে এসব হুজুগে মাতা শেষ হবে - আল্লাহই ভাল জানেন।
তাহলে এসব ঘটনায় এত নাচানাচি কেন ?
মন্তব্য করতে লগইন করুন