ভারতে কুকুরই দেবতা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ জুলাই, ২০১৫, ০৩:৪৮:০৮ দুপুর



হিন্দুধর্মে পশু প্রাণীর পূজা করা নতুন কিছু নয়। তবে দেবতাদের বাহন হিসেবেই পশু-পাখি পূজিত হয়। আবার কোথায় কোথায় সরাসরি প্রাণীকেও পূজা করা হয়। যেমন রাজস্থানের কারনি মাতা মন্দিরে পূজিত হয় ইঁদুর। গনেশ ঠাকুরের বাহন ইঁদুর পূজিত হওয়াটাও স্বাভাবিক।

ভারতের অঙ্গরাজ্য কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর থেকে ৬০ কিলোমিটার দূরে চন্নপত্তন এলাকার রামনগর জেলার এক ছোট্ট গ্রামে পূজা করা হয় কুকুরকেই। সেই গ্রামে কুকুরই দেবতা। আর সেই দেবতাকে পূজা করার জন্য বানানো হয়েছে মন্দিরও।

এ বিষয়ে জানা যায়, মানুষের বিশ্বস্ত বন্ধু কুকুর। তাই বিশ্বস্ত এ বন্ধুকে পূজা করে স্থানীয় বাসিন্দারা। সেইসঙ্গে তাদের বিশ্বাস‚ অপদেবতাদের ছায়াকে গ্রাম থেকে দূরে সরিয়ে রাখে কুকুর-দেবতাই। তাই ভক্তিভরে তাদের মূর্তির কাছ থেকেই আশীর্বাদ প্রার্থনা করেন সবাই।

http://www.banglamail24.com/news/2015/07/13/id/236749/

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330100
১৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
শেখের পোলা লিখেছেন : এটাকি তেত্রিশ কোটিরই একটা না বাড়তি জানা গেলনা৷ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
330137
১৫ জুলাই ২০১৫ রাত ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনিও চাইলে দেবতা হতে পারেন!!
330157
১৬ জুলাই ২০১৫ রাত ০২:০১
আব্দুল গাফফার লিখেছেন : কুকুর গুলো ভাগ্যবান হিন্দিয়া জন্ম নিয়ে Big Grin
শেয়ার করার জন্য ধন্যবাদ
330733
২০ জুলাই ২০১৫ রাত ০২:২৩
কাঁচের বালি লিখেছেন : কুকুর , গরু , ছাগল থেকে কি কোন কিছু বাদ আছে ? যা দেখে তাই ওদের দেবতা !!
আজাইরা পাবলিক ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File