ফাঁসি কামারুজ্জামানের নয়। বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিবেকের ফাঁসি ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ এপ্রিল, ২০১৫, ১২:৩১:৫৫ রাত



ফাঁসি কামারুজ্জামানের নয়। বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিবেকের ফাঁসি ।

১৭/১৮ বছরের কিশোরকে যুদ্ধাপরাধী সাজিয়ে ফাঁসি।

একবার চিন্তা করেন , ১৭/১৮ বছর বয়সী কিশোরের পক্ষে এত হত্যা কি সম্বভ ???


সেই কামারুজ্জামানের বিরুদ্ধে এত বছরেও একটি মামলা , থানায় ডায়রি নাই।

‘মুক্তিযুদ্ধকালীন সময়ের ১৮ বছরের এক কিশোরকে মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে, এর জবাব বাংলাদেশের নতুন প্রজন্ম দেবে।’

গত ৪০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের কোথাও সেই কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা নাই।

নিজের জেলা শেরপুরের কোনো থানায় কেউ সেই কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা করে নাই।

মৃত্যুর পূর্ব মুহুর্তে সেই সাহসী বক্তব্য ---

রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেয়ার কে? রাষ্ট্রপতি প্রাণ দেয়ারও কেউ নন, নেয়ারও কেউ নন ।



আওয়ামী ফাদ এবং চরম মিথ্যাচার। অবশেষে পরাজিত হলো আওয়ামিলীগ। শত চাপ দিয়েও কামরুজ্জামান কে দিয়ে প্রাণভিক্ষা আবেদন করাতে পারেনি।

প্রাণভিক্ষা দেয়ার মালিক আল্লাহ : কামারুজ্জামান

বিষয়: বিবিধ

৯০৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314344
১২ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই মর্মস্পর্শ একটি লিখা। লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
314347
১২ এপ্রিল ২০১৫ রাত ০১:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সত্যের বিজয় এক দিন হবেই হবে ইনশা আল্লাহ।
314357
১২ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যা চোখ দিয়ে সামনে দেখি আমরা
তা কিন্তু পুরো ঘটনা নয়......
সামনে কিছু মানুষ হারলেও
পেছনে তাদের জয়!!
জীবন যুদ্ধে রক্ত নয়
দাম শুধু নিঃশ্বাসের....
মরে গেলে দেহ নয়
কথা রয়ে যায় বীরের...।
314369
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:০৬
শেখের পোলা লিখেছেন : জান্নাতের বন্ধুরা যাকে ডাক দিয়েছে তাকে ফেরাবে কে? রাষ্ট্রপতি একটা মশা ছার পোকারও প্রান দিতে পারেনা৷ মানুষতো অনেক দূর৷
314405
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
314414
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! যুগে যুগেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে রক্ত বিলাতে হয়েছে, আমরা তো সেই উত্তরসূরী! ভয় নেই, এই রক্তের বিনিময়ে, এই কোরবানির বিনিময়ে জান্নাতের ওয়াদা আছে.....আল্লাহ কবুল করুন এই রক্ত এই কোরবানি! আর আল্লাহর ওয়াদা মত জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন! আমিন ছুম্মা আমিন!
316597
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩০
কাঁচের বালি লিখেছেন : সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাসির মঞ্চে অসংকোচে,
গায় জীবনের গান
আল-কুরআনের আহবানে
হেরার পথে এসে
জীবন দেয়ার স্বপ্ন ছিল
দ্বীনকে ভালোবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান,
প্রভু হে রহীম রহমান

কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বলতো প্রদীপ স্মৃ্তির ব্যথার ঝড়ে
সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো
সকাল সাজে থাকতো লেগে পায়ে পথের ধূলো
সেদিন গুলো মুখর ছিল, মধুর ছিল,
সতেজ ও দীপ্ত ছিল প্রাণ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File