তারাই চেতনায় উজ্জীবিত করে বাংলাদেশকে করবে সিঙ্গাপুর ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৬ এপ্রিল, ২০১৫, ০৪:১১:০৯ বিকাল
হাজার হাজার বিষয়ের ( অপকর্মের ) মধ্যে মাত্র ৩ টি সম সাময়িক বিষয় তুলে ধরলাম।
(১) সমকামিতার দায়ে ঢাবি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হল ত্যাগে বাধ্য করেছে
এবার ছেলের দ্বারাই যৌন হয়নরানির শিকার হয়েছে অপর একটি ছেলে। তাও আবার এক ছাত্রলীগ নেতার হাতে। এমনই ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে। হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সনেটের (সমকামিতা) যৌন হয়রানির শিকার হয়েছেন ওই হলেরই অপর এক শিক্ষার্থী। এমন অভিযোগ করেছেন হলের হয়রানির শিকার ওই শিক্ষার্থী। এ নিয়ে হল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড়। ইতিমধ্যে ছাত্রলীগের ওই নেতাকে হলের পদ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের যুগ্ম আহ্বায়কের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে এর আগেও এরকম অভিযোগ উঠেছিলো বলে হলের সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা গেছে। হল সূত্রে আরো জানা গেছে, ঘটনার দিন ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন সনেটকে ডেকে পাঠান। গেস্টরুমে সবার সামনে সনেট ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তাকে পিটিয়ে হল থেকে বের করে দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরেই সনেট ফেসবুকে ওই ছাত্রকে সমকামিতার প্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগকারী ছাত্রের ফেসবুক ইনবক্স চেক করে অভিযোগের বিষয়ে নিশ্চিত হন ছাত্রলীগ নেতারা।
সমকামিতার দায়ে ঢাবি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হল ত্যাগে বাধ্য করেছে
http://shar.es/1geGyd
(২)
মেজিস্ট্রেটের বিস্ময়! কোন বই নেই, ছাত্রলীগ নেতার কক্ষে মিলল ছুরি চাকু ইয়াবার পাইপ মদের বোতল
http://shar.es/1geGLK
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অভিযানকালে গ্রেফতার ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাকিল আহমেদের কক্ষ থেকে ইয়াবা সেবনের পাইপ, মদের বোতল, গাঁজাসেবনের কল্কি, ছুরি ও অব্যবহৃত পরীক্ষার খাতা উদ্ধার হয়েছে।
হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে দুটি বার্মিজ ছুরি, ইয়াবা সেবনের আটটি পাইপ, দুটি মদের বোতল, গাঁজা সেবনের একটি কল্কি এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অব্যবহৃত ২০-২৫টি খাতা পাওয়া যায়। কক্ষটিতে শেখ শাকিল আহমেদ ও রিফাত আল নাসির নামে দুই ছাত্র থাকে। উদ্ধার ছুরি দুটি দুই ছাত্রের লকারে পাওয়া যায়।’ ম্যাজিস্ট্রেট আবদুস সালাম বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কক্ষটিতে লেখাপড়ার কোনো সরঞ্জাম যেমন বই, খাতা, কলম দেখা যায়নি। র্যাকভর্তি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট রয়েছে। মেঝে অপরিষ্কার। বোঝাই যায়, কক্ষটিতে নিয়মিত মাদকের আসর বসে।’
সেই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারী ছাত্রলীগ নেতা শাকিলসহ আটক দু’জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে রাজনীতি ও নৈরাজ্য সৃষ্টি করবে না বলে মুচলেকা দেওয়ায় তাদের ছাড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার গভীর রাতে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
ওসি ওই দুই ছাত্রের অভিভাবকদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মদের বোতলে ওরা পানি খেত। ছুরি দিয়ে সবজি কাটতো।’ অবশ্য ইয়াবা সেবনের পাইপ দিয়ে কী করা হতো সে প্রশ্নের জবাব মেলেনি। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা থেকে টেলিফোনের পর টেলিফোনে অতিষ্ঠ হয়ে পুলিশ প্রশাসন ওই দু’জনকে ছেড়ে দেয়।
(৩)
নেদারল্যান্ডসে চুরি করতে গিয়ে ধরা পড়া বাংলাদেশী কুটনীতিক
বাংলাদেশের একজন তরুণ কূটনীতিক গত ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডস এর একটি ইলেক্ট্রনিক দোকান থেকে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। এরপর ডাচ পুলিশের কাছে ওই তরুণ কূটনীতিক [প্রবেশনারি] স্বীকার করে বলেন, তার কয়েকজন সহকর্মী এর আগে এ ধরনের অপকর্ম করলেও ধরা পড়েনি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শহিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, শহিদ ও তার ৯ সহকর্মী আগামী ৯ এপ্রিল প্রবেশনারি পিরিয়ড শেষ করে ডিপ্লোম্যাটিক ক্যাডারের স্থায়ী সদস্য হবেন।
http://shar.es/1gevXJ
বাংলাদেশকে চেতনায় উজ্জীবিত করে ছাত্রলীগ নেতারা বাংলাদেশ কে সিঙ্গা পুর করবে। চেতনার বানিজ্য দিয়ে শত শত অপকর্ম গায়েব হয়ে যাবে কি ?
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাত্রলীগের মূলনীতি
মন্তব্য করতে লগইন করুন