নিজের মেয়েকেই ধর্ষণ করেছিলেন গান্ধীর ছেলে
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ মার্চ, ২০১৫, ১১:৫৬:৫৯ সকাল
১৯৩৫ সালের জুন মাসের দিকে গুজরাটি ভাষায় লেখা চিঠি
বাবার যৌন নির্যাতন থেকে বাঁচতে তিনি ১৯৩৫ সালে পালিয়ে এসেছিলেন দাদার সবরমতী আশ্রমে। ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীর পাশে-পাশেই দেখা যেত তরুণী মনু গান্ধীকে। তখনই বাবার ‘কুকীর্তি’র কথা দাদাকে খুলে বলেন তিনি।
এরপরই ক্ষিপ্ত হয়ে ছেলে হরিলালকে চিঠি লেখেন গান্ধী। চিঠিতে তিনি ছেলেকে তিরস্কার করে লিখেন, ‘তোমার সমস্যা তো আমাকে দেশের স্বাধীনতার থেকেও বেশি ভাবাচ্ছে। তোমার ব্যাপারে অনেক ভয়ঙ্কর কথা মনু আমাকে বলেছে। ওর আট বছর বয়সের আগেই তুমি ওকে ধর্ষণ করেছ। ও এতটা অসুস্থ হয়ে পড়েছিল যে চিকিৎসা করাতে হয়েছিল।’
আর একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘তুমি এখনো মদ এবং ব্যভিচারে আগ্রহী কি না, সেই সত্যিটা আমায় বল। মদ খাওয়ার চেয়ে তোমার মরণ হোক, এটাই আমি চাই।’
ইন্ডিয়ান এক্সপ্রেস লিংক
http://indianexpress.com/article/india/india-others/mahatmas-letter-accusing-son-of-rape-up-for-auction-in-uk/
টাইমস অফ ইন্ডিয়া
http://timesofindia.indiatimes.com/india/Mahatma-Gandhis-letter-accusing-son-of-rape-to-go-on-sale-in-London/articleshow/35126469.cms
এনডি টিভি লিংক
http://www.ndtv.com/india-news/mahatma-gandhis-letter-accusing-son-of-raping-his-own-daughter-up-for-auction-in-uk-562069
গান্ধীর বড় ছেলে হরিলাল গান্ধী। তাকে ঘিরে বিভিন্ন সময় নানান বিতর্কের জন্ম। হরিলাল ছিলেন একজন নারীলিপ্সু! এমন কি তার হাত থেকে রেহাই পায়নি নিজের মেয়ে মনু গান্ধীও। আট বছর বয়সেই মেয়েকে ধর্ষণ করেন হরিলাল। তখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল নাবালিকা মনুকে।
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন